‘পেয়ারার সুবাস’ সিনেমা আহমেদ রুবেলকে উৎসর্গ

‘পেয়ারার সুবাস’ সিনেমা আহমেদ রুবেলকে উৎসর্গ
সিনেমার দৃশ্যে আহমেদ রুবেল। ছবি: সংগৃহীত

নিজের অভিনীত 'পেয়ারার সুবাস' সিনেমার প্রিমিয়ার শোতে অংশ নিতে গিয়ে গতকাল বুধবার হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন মঞ্চ, নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল। নুরুল আলম আতিক পরিচালিত এই সিনেমাটি রুবেলকে উৎসর্গ করা হয়েছে।

গতকাল সিনেমার প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, তারিক আনাম খান, জয়া আহসান, শাহরিয়ার শাকিল ও রেদওয়ান রনিসহ অনেকেই। সিনেমার প্রিমিয়ার শো শুরুর আগে রুবেলের মৃত্যুর খবর শোকস্তব্ধ করেছে সেখানকার সবাইকেই। পরবর্তীতে সবার মতামত সাপেক্ষে সিনেমাটির প্রদর্শন হয়। সেখানেই তারা সিনেমাটি আহমেদ রুবেলকে উৎসর্গ করার কথা জানান।

‘পেয়ারার সুবাস’ সিনেমা আহমেদ রুবেলকে উৎসর্গ
‘পেয়ারার সুবাস’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

আগামীকাল শুক্রবার সারাদেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'পেয়ারার সুবাস'। এতে আরও অভিনয় করেছেন জয়া আহসান, তারিক আনাম খান, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠু প্রমুখ।

গতকাল রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সিনেপ্লেক্সে প্রিমিয়ার শোতে অংশ নিতে পরিচালক নুরুল আলম আতিককে নিয়ে সেখানে পৌঁছান রুবেল। নিজেই গাড়ি চালিয়ে যান। গাড়িটি বসুন্ধরা সিটিতে পার্ক করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments