এই দিনে মনে হয় বেঁচে থাকা সুন্দর, পৃথিবী সুন্দর: পূর্ণিমা

পূর্ণিমা। ছবি: স্টার

ঢাকাই সিনেমার ২৫ বছরের ক্যারিয়ার পূর্ণিমার। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য সিনেমায় যেমন অভিনয় করেছেন, ভালো অভিনয়ের জন্য পেয়েছেন স্বীকৃতি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং লাখো কোটি দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। 

অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন পূর্ণিমা। তার অভিনীত কিছু সিনেমার গান এখনো মানুষের মুখে মুখে ফেরে।

আজ ১১ জুলাই মিষ্টি হাসির নায়িকা পূর্ণিমার জন্মদিন। বিশেষ দিনে তিনি ঢাকার বাইরে আছেন। পরিবারকে সময় দিচ্ছেন। পরিবার নিয়ে আলাদা সময় কাটাচ্ছেন।

বিশেষ দিনটিতে কেমন লাগে জানতে চাইলে ঢালিউডকন্যা এবং উপস্থাপিকা পূর্ণিমার বলেন, 'এই দিনে মানুষের ভালোবাসা পাই, মানুষ ভালোবেসে উইশ করে, আশীর্বাদ করে, মনে করে খোঁজ নেয়, এটাই তো পাওয়া। দিনটি এলে ভালোই লাগে। এই দিনে মনে হয় বেঁচে থাকা সুন্দর, পৃথিবী সুন্দর।'

জীবন কতটা সুন্দর? এমন কথার জবাবে তিনি বলেন, 'জীবন অনেক সুন্দর। জীবনের মানে হচ্ছে কর্ম। কর্মময় জীবন হলে, মানুষের জন্য কিছু করতে পারলে তখন জীবন আসলেই সুন্দর।'

জন্মদিন উপলক্ষে নিজেকে ও পরিবারকে সময় দিচ্ছেন মনের মাঝে তুমি খ্যাত নায়িকা পূর্ণিমা। আজকের দিনটি কিভাবে কাটবে? এর জবাবে তিনি বলেন, 'যেহেতু ঢাকার বাইরে আছি, এখানেই খাওয়া-দাওয়া করব। ঘুরাঘুরি করব। সুন্দর সময় কাটাব।

১৯৯৮ সালে ঢালিউডে অভিষেক ঘটেছিল তার। তারপর কেটে গেছে বহু বছর। এখনো সিনেমায় অভিনয় করছেন তিনি। যদিও মাঝের কয়েকটি বছর সিনেমা থেকে দূরে ছিলেন, কিন্তু শোবিজ থেকে দূরে ছিলেন না। বড় পর্দায় তাকে দেখা না গেলেও ঠিকই টিভি নাটক, মডেলিং, উপস্থাপনা নিয়ে ছিলেন।

বর্তমানে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। ফেরদৌস-পূর্ণিমা জুটির 'গাঙচিল' ও 'জ্যাম' নামে দুটি সিনেমার শুটিং শেষ হয়েছে। এ ছাড়া একই নায়কের সঙ্গে 'আহারে জীবন' নামের আরও একটি সিনেমার শুটিং শেষ করেছেন।

র্পূণিমা বলেন, 'আহারে জীবন সিনেমায় সবশেষ অভিনয় করেছি। ফেরদৌসের সঙ্গে জুটি হয়েছি। আশা করছি ভালো কিছু পাবেন দর্শকরা।'

উপস্থাপনার বিষয়ে তিনি বলেন, 'দর্শকরা আমাকে উপস্থাপনায়ও পছন্দ করেন, ভালোবাসেন এটুকু বুঝতে পারি। উপস্থাপনাটা উপভোগ করছি। ভালো লাগে।'

পূর্ণিমার দীর্ঘ পথচলায় যেসব সিনেমা তুমুল আলোচিত হয়েছে তার মধ্যে  'শুভা' অন্যতম। শুভার পরিচালক প্রয়াত চাষী নজরুল ইসলাম। নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন। এখনো দর্শকরা বোবা মেয়েটির প্রতি ভালোবাসা প্রদর্শন করে আসছেন।

এ ছাড়া 'মনের মাঝে তুমি' সিনেমাটি তাকে দিয়েছে অসম্ভব পরিচিতি ও ভালোবাসা।

কথায় কথায় জানতে চাই ভক্তদের প্রতি আপনার চাওয়া কি? তিনি বলেন, 'ভক্তদের প্রতি আমার ভালোবাসা। তারা সব সময় আমার যেন আশির্বাদ করেছেন। তাই যেন করেন।'

সবশেষ প্রশ্ন ছিল, 'নিজের জীবনের কাছে আপনার চাওয়া কি? তিনি বলেন, 'জীবন অনেক সুন্দর। আরও বাঁচতে ইচ্ছে করে, ভালো কাজ করতে ইচ্ছে করে। এই তো।'

 

Comments

The Daily Star  | English

BNP hopes for quick polls after minimum reforms

Meeting sources said some political parties, mainly the Islamist ones, emphasised the need to hold the local body election before the national election

6h ago