বাংলাদেশের বাংলা সিনেমাকে প্রমোট করতে চাই: ফেরদৌস
ঢালিউডের জনপ্রিয় নায়ক ফেরদৌস আজ বৃহস্পতিবার সকালে কলকাতায় গিয়েছেন। তার সঙ্গে আছেন আরেক জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। কলকাতায় পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের জন্যই ২ তারকার সেখানে যাওয়া।
আজ বিকেল ৫টায় কলকাতার নন্দনে (নন্দন-১) পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব কলকাতার উদ্বোধন ঘোষণা করা হবে।
উৎসবে চলচ্চিত্র প্রদর্শন শুরু হবে ২৯ জুলাই থেকে, যা ৩১ জুলাই পর্যন্ত চলবে।
বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ও কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় এই উৎসবের আয়োজন করা হচ্ছে।
কলকাতায় যাওয়ার আগে নায়ক ফেরদৌস ডেইলি স্টারকে বলেন, 'এবার নিয়ে তৃতীয়বার যাচ্ছি বাংলাদেশ চলচ্চিত্র উৎসব কলকাতায়। বাংলাদেশের বাংলা সিনেমাকে প্রমোট করতে চাই, সেজন্যই এতবড় আয়োজন এবং আমার যাওয়া।'
তিনি আরও বলেন, 'এবারের চলচ্চিত্র উৎসবে বেশ কিছু সিনেমা প্রদর্শিত হবে। আমার অভিনীত সিনেমাও থাকছে। আমার দেশের সিনেমা ওপার বাংলার দর্শকরাও দেখবেন, ভালো-মন্দ আলোচনা করবেন।'
এই নায়ক বলেন, 'এপার বাংলা ও ওপার বাংলার মধ্যে একটা বন্ধন রয়েই গেছে। চলচ্চিত্র আমাদের মনের কথা বলে। কাজেই আমার দেশের সিনেমা নিয়ে ওপার বাংলায় উৎসব হতে যাচ্ছে—এটা খুব খুশির খবর। এই আয়োজনের সফলতা কামনা করছি।'
নায়িকা পূর্ণিমা বলেন, 'পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব সফল ও সুন্দর হোক, এটাই প্রত্যাশা করছি। এবারের উৎসবে অনেকগুলো সিনেমা দেখানো হবে।'
তিনি আরও বলেন, 'কলকাতার দর্শকরা আমাদের সিনেমাগুলো দেখতে পারবেন, সেখানে আমার সিনেমাও আছে, এটা খুব ভালো লাগার খবর।'
আজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বিদ্যালয় ও উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী ব্রাত্য বসু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।
Comments