মুক্তির ১০ দিনেও ঈদের দিনের মতোই চলছে শাকিবের সিনেমা

লিডার: আমিই বাংলাদেশ, স্টার সিনেপ্লেক্স, শাকিব খান, শবনম বুবলি,
সোমবার সন্ধ্যায় মধুমিতায় ছিল উৎসবের আমেজ। ছবি: স্টার

ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত 'লিডার: আমিই বাংলাদেশ'। মুক্তির ১০ দিন পেরিয়ে গেলেও লিডারের মতোই দাপট দেখাচ্ছে সিনেমাটি। গতকাল সোমবার সন্ধ্যায় মধুমিতার ৬টায় শো ছিল হাউজফুল। এছাড়া, বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে, সনি স্টার সিনেপ্লেক্সসহ অনেক জায়গাতে এখনো হাউজফুল যাচ্ছে সিনেমাটি।

মতিঝিলের মধুমিতা সিনেমা হলে গিয়ে দেখা গেছে, সন্ধ্যার শো'তে উৎসব উৎসব আমেজ বিরাজ করছে। হলের বাইরে দর্শক ব্ল্যাকে টিকেট কাটছে। দীর্ঘদিন পর সিনেমা হলে এমন দৃশ্য দেখা গেছে।

মধুমিতার কর্ণধার ইফতেখার নওশাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'শাকিব খান অভিনীত সিনেমাটি মুক্তির পর আমাদের এখানে খুবই ভালো যাচ্ছে। অন্য বাংলা সিনেমাগুলো এখানে দু'একদিন চলার পর দর্শক আসে না। কিন্তু 'লিডার: আমিই বাংলাদেশ' মুক্তির প্রথম দিন থেকে দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। দ্বিতীয় সপ্তাহে এসে এখনো বেশ ভালোভাবেই চলছে। দর্শকদের উপস্থিতিতে আমরা আনন্দিত।'

'বাংলা সিনেমা এভাবে ব্যবসা করলে সিনেমা হলে সুদিন ফিরে আসবে,' বলেন তিনি।

মুক্তির ১০ দিনেও ঈদের দিনের মতোই চলছে শাকিবের সিনেমা
মতিঝিলের মধুমিতা সিনেমা হল। ছবি: স্টার

সিনেমাটির পরিচালক তপু খান বলেন, 'আমার পরিচালিত প্রথম সিনেমা 'লিডার: আমিই বাংলাদেশ' মানুষ দেখছে, তাদের মতামত জানাচ্ছে- এটা আমার জন্য আনন্দের। এখন উৎসব করে মানুষ সিনেমা দেখতে আসছে। প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহে এসেও দর্শকের ঢল থামেনি। দর্শকের পছন্দ করায় সিনেমাটির পরিচালক হিসেবে আমার অনেক ভালো লাগছে।'

প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, 'এবার ঈদে ৮টি বাংলা সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে এখন পর্যন্ত 'লিডার: আমিই বাংলাদেশ' সিনেমাটি এগিয়ে আছে। শাকিব খানের অনেক দর্শক আছে। তারা সিনেমাটি বারবার দেখছে। আমার মনে হয়েছে, এই সিনেমাটি পরিবার নিয়ে দেখার মতো।'

পুরান ঢাকা থেকে সিনেমা দেখতে আসা বাবু দ্য ডেইলি স্টারকে বলেন, 'শাকিব খানের সিনেমা হাউজফুল যাচ্ছে। এটাই শাকিব খানের পাওয়ার। যারা এই সিনেমাটি দেখেছে বারবার দেখছে। আমি নিজেও ৩ বার দেখলাম। ঈদে এই সিনেমার ধারে কাছে কোনো সিনেমা আছে বলে আমার মনে হয় না।'

ঈদে সারাদেশের ১০০ সিনেমা হলে মুক্তি পায় শাকিব খানের 'লিডার: আমিই বাংলাদেশ'। দ্বিতীয় সপ্তাহে তালিকায় আরও সিনেমা হল যোগ হয়। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে এখন পর্যন্ত শীর্ষে আছে শাকিবের সিনেমাটি।

'লিডার: আমি বাংলাদেশ' সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন- শবনম বুবলি। এছাড়া আরও অভিনয় করেছেন- মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সীমান্তসহ অনেকে।

Comments

The Daily Star  | English

Police vehicle torched in Gopalganj

The vehicle was set on fire allegedly by activists of the banned Bangladesh Chhatra League (BCL) in Gopalganj's Ulpur area

21m ago