বাংলাদেশে সালমান খানের সিনেমার ৬ দিনের আয় ৫ লাখ টাকা
বলিউড অভিনেতা সালমান খানের 'কিসি কা ভাই কিসি কি জান' সিনেমাটি গত ২৫ আগস্ট বাংলাদেশের ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও তেমন ব্যবসা করতে পারছে না বলে জানিয়েছেন হল মালিকরা।
মুক্তির প্রথম দিন স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায় মোট ১৮টি শো ছিল। দর্শকের চাহিদা না থাকায় বর্তমানে স্টার সিনেপ্লেক্সের ২টি শাখায় মোট ৪টি করে শো চলছে।
জানা গেছে, বাংলাদেশে সিনেমার মুক্তির পর ৬ দিনে প্রেক্ষাগৃহ থেকে আয় করেছে ৫ লাখ টাকার কিছু বেশি।
সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহম্মদ ট্রেডার্স দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, এই সিনেমাটির ৪২টি হল থেকে প্রথম দিন মাত্র ২ লাখ টাকা এসেছে। এই ৬ দিনে সব মিলিয়ে ৫ লাখের কিছু বেশি আয় হয়েছে। সিনেমাটি আমদানিসহ আরও যে আনুষঙ্গিক খরচ হয়েছে, তাতে বড় রকমের লোকসান গুনতে হচ্ছে।'
ফরহাদ সামজি পরিচালিত 'কিসি কা ভাই কিসি কি জান' সিনেমায় সালমান খানের বিপরীতে আছেন পূজা হেগড়ে। এ ছাড়া আছেন ভেঙ্কটেশ, ভূমিকা চাওলা, জগপতি বাবু, রাঘব জুয়াল, জেসি গিল, শেহনাজ গিল, পলক তিওয়ারিসহ অনেকেই।
Comments