জাতীয় চলচ্চিত্র পুরস্কার মঞ্চ মাতাবেন যে তারকারা

আগামী ৯ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ এর আসর বসছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। থাকছে ঝলমলে নানা আয়োজন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়া।

ওয়ার্দা রিহাবের ৫ মিনিটের একটি নৃত্যানুষ্ঠানের মাধ্যমে শুরু হবে আয়োজন। বঙ্গবন্ধুকে নিয়ে থাকছে তার পরিবেশনা।

৭০ থেকে ৯০ দশকের চলচ্চিত্রের জনপ্রিয় গান 'বেদের মেয়ে জোস্‌না আমায় কথা দিয়েছে', 'জীবনের গল্প আছে বাকি অল্প', 'পীচ ঢালা এই পথটারে ভালোবেসেছি'সহ কয়েকটি গানের সঙ্গে নৃত্যে অংশ নেবেন অপু বিশ্বাস, নিপুণ আক্তার, পূজা চেরি, প্রার্থনা ফারদিন দীঘি, তমা মির্জা, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাইমন সাদিক, ইমন, নিরব ও জায়েদ খান। নাচের কোরিওগ্রাফি করছেন ইভান শাহরিয়ার সোহাগ। অনুষ্ঠানে গান গাইবেন মমতাজ, পার্থ বড়ুয়া,  নন্দিতা ও নিশিতা বড়ুয়া।

২০২১ সালে চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হবে। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন যৌথভাবে ইলিয়াস কাঞ্চন ও ডলি জহুর।

Comments

The Daily Star  | English

Interim govt an outcome of country's unity: Yunus

CA urges political parties to extend support at all-party meeting on July uprising proclamation

2h ago