‘পাঠান’ মুক্তিতে ১০ শতাংশ লভ্যাংশ চান নিপুণ, দিতে রাজি পরিবেশক সমিতি

বলিউড, চলচ্চিত্র শিল্পী সমিতি, নিপুণ, পাঠান,
ছবি: সংগৃহীত

বলিউডের সিনেমা আমদানির পক্ষে সম্মতি দিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। কিন্তু, সমিতির পক্ষ থেকে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সিনেমা হল থেকে লাভের ১০ শতাংশ দিতে হবে শিল্পী সমিতির ফান্ডে।

গতকাল মঙ্গলবার শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ বলেছিলেন, বলিউডের সিনেমা 'পাঠান' আসুক। কিন্তু, যারা সিনেমা আনবেন তাদের লাভের ১০ শতাংশ শিল্পী সমিতিতে দিতে হবে। তাদের এই অর্থ ব্যয় করা হবে শিল্পীদের স্বার্থে।

এদিকে আমদানি করা সিনেমা মুক্তির জোর দাবি তুলেছে প্রদর্শক ও পরিবেশক সমিতি। সংগঠনটি নিপুণের দাবিকে স্বাগত জানিয়েছে।

প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাশ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বলিউডের আমদানি করা সিনেমা এলে যদি লাভ হয় সেক্ষেত্রে মানবিক দিক বিবেচনা করে আমরা ১০ শতাংশ দিতে রাজি আছি। আগে যারা শিল্পী সমিতিতে ছিলেন তারা অনেকেই বাধা দিয়েছিল। কিন্তু নিপুণ তার অবস্থান থেকে সাহসী বক্তব্য দিয়েছেন। মুক্তির দরোজা উন্মুক্ত হলে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি অংশ আমরা শিল্পী সমিতিতে দেব।'

বাংলাদেশে 'পাঠান' আমদানি করে মুক্তি দিতে চাইছেন ঢাকার  প্রযোজনা সংস্থা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। তথ্য মন্ত্রণালয়ে দেওয়া 'পাঠান' মুক্তির চিঠি এখন বাণিজ্য মন্ত্রণালয়ে আছে। চলচ্চিত্র শিল্পী সমিতির পাশাপাশি এফডিসির অন্যান্য সংগঠনগুলোর বেশিরভাগ নেতারা ২২ জানুয়ারি সিদ্ধান্ত দিয়েছেন বলিউডের সিনেমা আসুক। এই বিষয়ে আগামী রোববার সিদ্ধান্ত আসতে পারে। সব ঠিকঠাক থাকলে আগামী ৩ ফেব্রুয়ারি 'পাঠান' বাংলাদেশে মুক্তির সম্ভাবনা আছে।

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

1h ago