আফরান নিশোর চলচ্চিত্রের মুক্তি ঈদে

আফরান নিশো। স্টার ফাইল ফটো

অবশেষে সিনেমায় আসছেন দর্শকপ্রিয় টেলিভিশন অভিনেতা আফরান নিশো। এর আগে ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিনেমায় দেখা গেলেও প্রথমবার তাকে রূপালি পর্দায় দেখা যাবে।

আফরান নিশো অভিনীত 'সুড়ঙ্গ' প্রথমে সিনেমাহলে মুক্তি পাবে পরে ওটিটি প্ল্যাটফর্মে আসবে।

সিনেমাটি পরিচালনা করবেন রায়হান রাফি। নায়িকা হিসেবে আছেন তমা মির্জা। এটি যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই ও চরকি।

আগামী বছর ২ ঈদের কোনো একটিতে মুক্তি পাবে 'সুড়ঙ্গ'।

আফরান নিশো দ্য ডেইলি স্টারকে বলেন, 'একটা ভালো কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এখানে বিভিন্ন সেক্টরের কিছু মানুষ এক হয়েছি। সিনেমাটির স্ক্রিপ্ট, গল্প, শুটিং—সবকিছু ভালোভাবে হলে একটা ভালো কাজ দিতে পারবো।'

'আমাদের ডেডিকেশন, মেধা, একাগ্রতা নিয়ে যদি চেষ্টা করি তাহলে কাজটা বৃথা যাবে না আশা করছি,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Govt divides tax authority in IMF-backed reform

An ordinance published last night disbands NBR and creates two new divisions

1h ago