আর কতো সহ্য করা যায়: সারিকা সাবরিন

যৌতুকের দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগে অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন তার স্বামী জি এস বদরুদ্দিন আহমেদের (রাহী) বিরুদ্ধে মামলা করেছেন।
স্বামীর বিরুদ্ধে সারিকার মামলা
সারিকা ও রাহীর বিয়ের ছবি। সংগৃহীত

যৌতুকের দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগে অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন তার স্বামী বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে মামলা করেছেন।

আজ সোমবার সারিকা বাদী হয়ে মামলাটি করেন। সারিকা নিজেই দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'এভাবে আসলে সম্ভব হচ্ছিলো না।  সংসার চালানোর প্রতিটা বিষয়ে আমার উপর নির্ভরশীল ছিলেন উনি। বিয়ের অনুষ্ঠানের যাবতীয় অর্থ আমরা ব্যয় করেছি। আমি তো মানুষ আর কতো সহ্য করা যায়। পরে বিস্তারিত জানাব।'

চলতি বছরের ২ ফেব্রুয়ারি ২ পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন সারিকা ও বদরুদ্দিন আহমেদ রাহী।

Comments