এনটিভিতে কাল থেকে মোশাররফ করিমের ‘গোলকধাঁধা’
শামীম জামান পরিচালিত নতুন ধারাবাহিক নাটক 'গোলকধাঁধা' আগামীকাল রোববার থেকে এনটিভিতে প্রচারিত হবে। রাত ৮টা ২০ মিনিটে নাটকের প্রথম পর্ব দেখতে পারবেন দর্শকরা।
গোলকধাঁধা নাটকটির নাট্যকার মুহাম্মদ মামুন অর রশীদ। প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। আরও অভিনয় করেছেন জুঁই করিম, অলিউল হক রুমী, শামীম জামান, ম আ সালাম এবং সুজাদ শিমুল প্রমুখ।
গ্রামীণ গল্পের নাটক গোলকধাঁধা। এই নাটকের শুটিং হয়েছে গাজীপুর জেলার পূবাইল গ্রামে। মোশাররফ করিম অভিনয় করেছেন গ্রামের নেগেটিভ মানুষের চরিত্রে। তার অভিনীত চরিত্রের নাম 'সুন্দর'। সুন্দর ও অন্তর নামের দুই যুবক গ্রামের মানুষকে গোলকধাঁধায় ফেলে নিজেদের সুবিধা আদায় করে নেয়। এভাবে মানুষকে বোকা বানিয়ে ধনী হতে চায়। তারপর ঘটতে থাকবে নাটকীয় সব ঘটনা।
পরিচালক শামীম জামান বলেন, 'গোলকধাঁধা নাটকের গল্পটাই এই নাটকের মূল শক্তি। তাছাড়া, অভিনয়শিল্পীদের অভিনয় তো আছেই। আমার বিশ্বাস নাটকটি দর্শকপ্রিয়তা পাবে।'
প্রতি রোববার, সোমবার ও মঙ্গলবার প্রচারিত হবে নাটকটি।
Comments