স্টার না, আমি শিল্পী হতে চেয়েছি: ভাবনা
আশনা হাবিব ভাবনা ব্যস্ত সময় পার করছেন নতুন একটি সিনেমার শুটিংয়ে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত আরও দুটি সিনেমা।
টেলিভিশন নাটক দিয়ে দর্শকপ্রিয়তা পেলেও গত তিন বছরে কোনো নাটকে অভিনয় করেননি তিনি। সময় দিচ্ছেন চলচ্চিত্রে। তার অভিনীত 'ভয়ংকর সুন্দর' এবং 'লাল মোরগের ঝুঁটি' চলচ্চিত্র দুটি মুক্তি পেয়েছে।
নাটকে অভিনয় না করাসহ নানা বিষয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী ভাবনা।
নাটকে আর দেখা যাচ্ছে না আপনাকে।
আমার মূল টার্গেট সিনেমা। একটার পর একটা সিনেমা করতে চাই। সিনেমায় প্রচুর ব্যস্ত থাকতে চাই। এ জন্য তিন বছর হলো নাটক করি না।
নাটক তো করেছি। দর্শকরাও সেসব নাটক গ্রহণ করেছেন। এখন নিজেকে সিনেমায় দেখতে চাই বেশি করে।
ফিল্মস্টার হতে চান?
না, না। স্টার না, আমি শিল্পী হতে চেয়েছি। ছোটবেলা থেকে স্টার দেখে বড় হয়েছি। আমার বাবা একজন পরিচালক। বাবার নাটকে স্টাররা অভিনয় করেছেন। তারা আমাদের বাসায় যাতায়াত করেছেন। কিন্তু, আমি ভালো শিল্পী হতে চাই।
কোন ইচ্ছেটা প্রবলভাবে কাজ করে?
আমি এমন অভিনেত্রী হতে চাই, যাকে লাগবেই। আমার জীবনের লক্ষ্য—ভাবনার জন্য পরিচালকরা অপেক্ষা করবেন।
আফজাল হোসেনের সঙ্গে একটি সিনেমা ও একটি নাটকে অভিনয় করেছেন। সেই অভিজ্ঞতা জানতে চাই।
দারুণ সব অভিজ্ঞতা হয়েছে। আফজাল হোসেন আংকেল নিঃসন্দেহে অনেক বড় মাপের শিল্পী। তার গুণের কথা বলে শেষ করা যাবে না। 'যাপিত জীবন' সিনেমা করেছি তার সঙ্গে। একটি নাটকও করেছি। শিল্পী হিসেবে যেমন তিনি বড় মাপের, মানুষ হিসেবেও বড় মনের। তার ব্যক্তিত্ব অসাধারণ।
আপনার অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়।
একটি সিনেমা 'যাপিত জীবন', আরেকটি 'দামপাড়া'। 'যাপিত জীবন' পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব, আর 'দামপাড়া'র পরিচালক শুদ্ধমান চৈতন। আমি ভীষণ আশাবাদী সিনেমা দুটি নিয়ে।
এ ছাড়া, রায়হান খানের পরিচালনায় 'পায়েল' সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছি। এটা অনেক বড় বাজেটের সিনেমা।
শোবিজে কারো ছায়া পেয়েছেন কাজ করার ক্ষেত্রে?
না, কারো ছায়া পাইনি। এখন পর্যন্ত স্ট্রাগল করে যাচ্ছি। নিজেকে সেবা জায়গায় দেখতে চাই। সেজন্য অভিনয় দিয়ে চেষ্টা করছি।
ওটিটিতে এখানো দেখা যায়নি আপনাকে?
আমাকে কেন্দ্র করে যদি কোনো গল্প হয়, তাহলে ওটিটিতেও কাজ করব।
ভাবনার বিয়ে ভাবনা?
আমার এখনকার ভাবনা একটাই, অভিনয়। অভিনয় করা এবং ভালো ভালো গল্পে ও চরিত্রে অভিনয় করা। কাজ নিয়েই যত ভাবনা আমার। আর বিয়েটা সৃষ্টিকর্তার হাতে। আপাতত কাজ নিয়েই ভাবতে চাই।
Comments