কানে জমকালো ভাবনা

কানে নজরকাড়া ভাবনা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আয়োজন 'কান চলচ্চিত্র উৎসব' এর ৭৭তম আসরে প্রথমবারের মতো হাজির হয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কোনো চলচ্চিত্রের ব্যানারে নয় বরং নিজ উদ্যোগেই কান উৎসবে গিয়েছেন তিনি।

নিজেকে আলাদাভাবে জানান দিতে একেকদিন একেক ডিজাইনের নজরকাড়া পোশাক পরে লাইমলাইটে এসেছেন তিনি।

বাংলাদেশ সময় ১২ মে রাতে ভাবনা কানে পৌঁছেই ফেসবুক পোস্টে ভাবনা লিখেছেন, 'ফ্রম পুরান ঢাকা টু ফেস্টিভ্যাল ডি কান'।

প্রথম দিন কালো রঙের ব্লেজার পরেছেন। সেদিন সাধারণ সাজে গ্ল্যামারাস লুকে দেখা গেছে এই অভিনেত্রীকে। ছবি: ফেসবুক থেকে নেওয়া

কানে ভিন্ন ভিন্ন লুকে দেখা গেছে ভাবনাকে। প্রথম দিন কালো রঙের ব্লেজার পরেছেন। সেদিন সাধারণ সাজে গ্ল্যামারাস লুকে দেখা গেছে এই অভিনেত্রীকে।

দ্বিতীয় দিনে অভিনেত্রীকে দেখা গেছে নীল রঙের ফুলেল নকশা করা গাউনে। গায়ে আলাদা করে কোনো গয়না পরেননি তিনি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

দ্বিতীয় দিনে অভিনেত্রীকে দেখা গেছে নীল রঙের ফুলেল নকশা করা গাউনে। গায়ে আলাদা করে কোনো গয়না পরেননি তিনি। খোপা করা চুলে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন এই অভিনেত্রী।

কালো গোল্ডেন গাউনে নজর কেড়েছেন ভাবনা। গাউনের সামনের অংশে ছিল একটি কাকের ডিজাইন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

একইদিনে কালো গোল্ডেন গাউনে নজর কেড়েছেন ভাবনা। গাউনের সামনের অংশে ছিল একটি কাকের ডিজাইন। ছবিটি পোস্ট করে ফেইসবুকে ভাবনা লিখেছেন, 'কান উৎসবে আমার সঙ্গে আমার কাক নিয়ে হাজির হয়েছি'।

বেনারসি কাতান কাপড়ের ওপর কাস্টমাইজ করা মিডি ড্রেসে মোহনীয় রূপে ধরা দিলেন ভাবনা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

পরে বেনারসি কাতান কাপড়ের ওপর কাস্টমাইজ করা মিডি ড্রেসে মোহনীয় রূপে ধরা দিলেন ভাবনা।

পোশাকে কালজয়ী চার অভিনেত্রী ববিতা, সুবর্ণা মোস্তফা, মেরিল স্ট্রিপ ও অড্রে হেপবার্নকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ভাবনা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আরেক পোশাকে কালজয়ী চার অভিনেত্রী ববিতা, সুবর্ণা মোস্তফা, মেরিল স্ট্রিপ ও অড্রে হেপবার্নকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ভাবনা। ভাবনা জানান, তাদের অভিনয় দেখে তিনি বড় হয়েছেন, অনুপ্রেরণা পেয়েছেন।

পোশাকে কালজয়ী চার অভিনেত্রী ববিতা, সুবর্ণা মোস্তফা, মেরিল স্ট্রিপ ও অড্রে হেপবার্নকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ভাবনা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

দেশীয় পোশাক শাড়িতেও কানে নজর কেড়েছেন ভাবনা। ঢাকাই জামদানির সঙ্গে রিকশা পেইন্টের মোটিফে তৈরি ব্লাউজ আর নিখুঁত কারুকাজের গয়নায় অপূর্ব লেগেছে ভাবনাকে।

দেশীয় পোশাক শাড়িতেও কানে নজর কেড়েছেন ভাবনা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সবকয়টি ছবিই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Dhaka, Delhi eager to take ties forward

Dhaka and New Delhi committed to advancing bilateral relationship for mutual benefit in the first high-level official talks since Bangladesh’s political changeover.

8h ago