আমির খানের ‘লাকি চার্ম’ গোলাপি শার্ট

ভক্তরা মনে করছেন, গোলাপি এই শার্ট আমির খানের ‘লাকি চার্ম’।

বলিউড সুপারস্টার আমির খান 'লাল সিং চাড্ডা'র প্রচার নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি আজ বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

টাইমস অফ ইন্ডিয়া বলছে, গতকাল বুধবার সন্ধ্যায় আমির তার ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য 'লাল সিং চাড্ডা'র একটি বিশেষ শোয়ের আয়োজন করেন। সেখানে তাকে একটি গোলাপি শার্ট পরে থাকতে দেখা যায়।

এবারই প্রথম নয়, সাদা টি-শার্টের সঙ্গে এ শার্টটি লাল সিং চাড্ডার ট্রেলার প্রিভিউ এবং নিজের জন্মদিনেও আমিরকে পরতে দেখা গেছে। ভক্তরা মনে করছেন, গোলাপি এই শার্টটি তার জন্য 'লাকি চার্ম'।

তবে এটি আসলেই তার লাকি চার্ম নাকি নিছক কাকতালীয় ঘটনা, এই প্রশ্নের উত্তর কেবল আমিরই দিতে পারবেন।

লাল সিং চাড্ডায় আমিরের সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর খান, নাগা চৈতন্য। টম হ্যাঙ্কস অভিনীত বিখ্যাত 'ফরেস্ট গাম্প' সিনেমার অফিশিয়াল রিমেক এটি। সিনেমাটি বক্স অফিসে ধীরগতিতে যাত্রা শুরু করেছে।

 

Comments