‘লাল সিং চাড্ডা’ বয়কট না করার অনুরোধ কারিনার

লাল সিং চাড্ডার দৃশ্যে কারিনা ও আমির খান। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে করিনা কাপুর খান ও আমির খান অভিনীত 'লাল সিং চাড্ডা'। মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। মুক্তির পরে সমালোচনার পাল্লাই যেন ভারী হচ্ছে। অনেকে সিনেমাটি বয়কটের আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে মন্তব্য করেছেন অভিনেত্রী কারিনা কাপুর।

টাইমস অব ইন্ডিয়া বলছে, এক সাক্ষাৎকারে কারিনা দর্শকদের 'লাল সিং চাড্ডা' বয়কট না করার অনুরোধ জানান।

তিনি বলেন, দর্শকদের সিনেমাটি বয়কট করা উচিত নয়। কারণ, এটি খুবই চমৎকার একটি সিনেমা। আমি চাই দর্শক আমাকে ও আমিরকে পর্দায় দেখুক। আমরা দীর্ঘ ৩ বছর ধরে সিনেমাটির মুক্তির জন্য অপেক্ষা করেছি।

তিনি দর্শকদের অনুরোধ করে বলেন, দর্শক এটি বয়কট করলে একটি ভালো সিনেমা বয়কট করবেন। প্রায় ২৫০ জন মানুষ আড়াই বছরেরও বেশি সময় ধরে এই সিনেমাতে কাজ করেছেন।

সিনেমাটি বক্স অফিসে প্রথম দিনেই ১১.৫০ কোটি টাকা সংগ্রহ করেছে। অদ্বৈত চন্দন পরিচালিত 'লাল সিং চাড্ডা'তে আমির খান ও কারিনা ছাড়াও নাগা চৈতন্য ও মোনা সিং অভিনয় করেছেন।

Comments