অমিতাভ কেন সত্যিকারের মেগাস্টার, জানালেন সহঅভিনেতা

বিগ বি, অমিতাভ বচ্চন, শিশির শর্মা, আমির খান, নাসিরুদ্দিন শাহ,
অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত

বলিউডের সবচেয়ে বড় তারকাদের একজন অমিতাভ বচ্চন। তার কয়েক দশকের ক্যারিয়ার বেশ ঈর্ষান্বিত। প্রায় প্রত্যেক অভিনয়শিল্পী তার সঙ্গে কাজ করার সুযোগ খোঁজেন। তাকে একজন সত্যিকারের মেগাস্টার হিসেবে অভিহিত করেছেন তারই এক সহঅভিনেতা।

সম্প্রতি বিগ বিকে নিয়ে কথা বলেছেন শিশির শর্মা। ২০০৮ সালে রাম গোপাল ভার্মার ক্রাইম ড্রামা সিনেমা 'সরকার রাজ' এ অমিতাভের সঙ্গে কাজ করেছিলেন শিশির শর্মা।

অমিতাভ বচ্চনকে নিয়ে যা বলেছেন শিশির শর্মা

রাজশ্রী আনপ্লাগডকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা শিশির শর্মা অমিতাভ বচ্চনের সঙ্গে 'সরকার রাজ' এ কাজ করার অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি বলেন, 'বচ্চন সাবের সঙ্গে কাজ করাটা ছিল কেকের ওপর আইসিং করার মতো। আর একজন অভিনেতা এর চেয়ে বেশি আর কী চাইতে পারেন?'

'তার সঙ্গে কাজ করে খুব আনন্দ পেয়েছি। আমি তার সঙ্গে কয়েকটি দৃশ্য করেছি। সেই অভিজ্ঞতা ছিল দুর্দান্ত। কারণ অমিতাভ বচ্চন খুবই পেশাদার। তিনি সত্যিকারের একজন মেগাস্টার।'

শিশির শর্মা আরও বলেন, 'তিনি এতটাই পেশাদার যে, পরিচালক না বলা পর্যন্ত সিনিয়র বচ্চন জায়গা থেকে সরে যান না। যতক্ষণ না পরিচালক তাকে সরে যেতে বলছেন, ততক্ষণ তিনি তার জায়গা থেকে নড়েন না। পরিচালক যদি বলেন, ইটস আ র‌্যাপ ফর দ্য সিন স্যার- তার পর তিনি জায়গা ছাড়েন। আর যতক্ষণ তা না হচ্ছে, ততক্ষণ তিনি এক জায়গায় বসে থাকেন। তাই আমার মনে হয়েছে, তার মতো অভিনেতার কাছ থেকে এটা সবার শেখা উচিত।'

একই সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ, আমির খানেরও প্রশংসা করেন তিনি। শিশির শর্মা বলেন, 'তারা একই ক্যালিবারের।'

তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, 'আজকের প্রজন্মের অভিনেতারা কেন আমির, নাসির ও বিগ বি-র কাছ থেকে পেশাদারিত্ব শেখেন না।'

সরকার রাজ নিয়ে কিছু তথ্য

সরকার রাজ পরিচালনা করেছেন রাম গোপাল ভার্মা, লিখেছেন প্রশান্ত পান্ডে। সিনেমাটি রাম গোপাল ভার্মার ২০০৫ সালের সিনেমা 'সরকার'র সিক্যুয়েল। এতে অভিনয় করেছেন- অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, সুপ্রিয়া পাঠক, তানিশা মুখার্জি এবং রবি কালে। সিনেমাটি ২০০৮ সালে মুক্তি পেয়েছিল। মোটামুটি সমালোচনা পাওয়া সিনেমাটি অবশ্য বাণিজ্যিকভাবে সফলতা পেয়েছিল। এর পর ২০১৭ সালে নির্মিত হয় সরকার থ্রি।

অমিতাভ বচ্চনের বর্তমান ব্যস্ততা

অমিতাভ বচ্চনকে সর্বশেষ ডিস্টোপিয়ান অ্যাকশন ফিল্ম 'গণপথ' এ দেখা গিয়েছিল। সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। আগামীতে তাকে প্রভাস, কমল হাসান, দীপিকা পাড়ুকোন ও দিশা পাটানির সঙ্গে বহুভাষিক সাই-ফিক অ্যাকশন 'কল্কি ২৮৯৮ এডি'তে দেখা যাবে। এছাড়া ভেট্টাইয়ানের মাধ্যমে তামিল অভিষেকও হচ্ছে তার।

Comments

The Daily Star  | English

World leaders split as ICC issues arrest warrant for Netanyahu

The court also issued warrants for Israel's former defence minister as well as Hamas's military chief Mohammed Deif

2h ago