ঈদে বিটিভিতে ফাহমিদা নবী ও কৃষ্ণকলির একক সংগীতানুষ্ঠান

ছবি: সংগৃহীত

দর্শকনন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ও কৃষ্ণকলি থাকছেন বাংলাদেশ টেলিভিশনের ঈদ আয়োজনে। ঈদের তৃতীয়  দিন বিকেল ৪টায় থাকছে  ফাহমিদা নবীর একক পরিবেশনা। ফেরদৌস বাপ্পির উপস্থাপনায় অনুষ্ঠানটির নাম 'লুকোচুরি গল্প'।

অনুষ্ঠানে শিল্পী গাইবেন 'কে তুমি', 'তুমি কখন এসে', 'সবটুকু নিয়ে যেওনা', 'লুকোচুরি গল্প'সহ মোট নয়টি গান। 

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ডেইলি স্টারকে তথ্য জানানো হয়েছে। এছাড়া ঈদের দ্বিতীয় দিন সকাল ১১টা ১০ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে প্রাপন্তি চক্রবর্তীর উপস্থাপনায় গাইবেন কৃষ্ণকলি।

অনুষ্ঠানে শিল্পী 'বন্ধু আমার বন্ধু তুমি' শিরোনামের এ অনুষ্ঠানে কৃষ্ণকলি গাইবেন 'বন্ধু আমার', 'কালো জলে কুজলা তলে', 'সব ছাড়ে মন', 'যাও পাখি', 'আগে যদি জানতাম', 'ভাবনার গভীরে' ও 'চাঁদ উঠেছে'সহ মোট সাতটি গান গাইবেন।

Comments

The Daily Star  | English

Iignoring metered rates: BRTA directive on legal action against CNG drivers cancelled

DMP requested the CNG drivers to withdraw the blockades and to not hinder public movements on the roads.

5m ago