ঠিকানায় জায়েদ খানের প্রথম অতিথি তানজিন তিশা

চিত্রনায়ক জায়েদ খান আসছেন নিউইয়র্কের 'ঠিকানা' আয়োজিত টক শো 'ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান' নিয়ে। আগামীকাল শুক্রবার ৪ জুলাই বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচারিত হবে।
প্রথম পর্বের অতিথি অভিনেত্রী তানজিন তিশা। এর মাধ্যমে চিত্রনায়ক জায়েদ খান দর্শকদের সামনে প্রথমবার উপস্থাপক হিসেবে হাজির হচ্ছেন।
জায়েদ খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিউইয়র্কের আলোচিত ঠিকানা টিভির পেজে আমার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে। এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা । আমি এমন একটি অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন মাধ্যমের তারকাদের গল্পগুলো উপহার দিতে চাই। যেখানে উঠে আসবে বাস্তব অনুপ্রেরণার কথা। আশা করি দর্শকদের ভালো লাগবে।'
'ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানে' থাকছে পরিচিত মুখদের সাক্ষাৎকার, আড্ডা ও ভাবনার খোরাক জাগানো আলোচনা। এছাড়া, এটি নতুন প্রজন্ম ও কমিউনিটির উদীয়মান প্রতিভাবানদের প্ল্যাটফর্ম।
Comments