কাদা-মাটিতে কেন জায়েদ খান

‘সোনার চর’ সিনেমার শুটিংয়ে জায়েদ খান। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক জায়েদ খানের নিজের এলাকা পিরোজপুর জেলা। বর্তমানে সেখানে 'সোনার চর' সিনেমার শুটিং করছেন। একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

জায়েদ খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'পিরোজপুরে আমার সবকিছু। এখানে এলেই প্রাণ ফিরে পাই। আমার ভালোবাসার জায়গা এটি। এখানে আমার অভিনীত আরেকটি সিনেমা 'অন্তরজ্বালা'র শুটিং করেছিলাম। এখানকার কাদামাটি সবকিছু আমার চেনা। আর দু'একদিন শুটিং করলেই সিনেমাটির কাজ শেষ হয়ে যাবে।'

তিনি আরও বলেন, 'চরিত্রের প্রয়োজনে এমন কাদামাটি মেখে শুটিং করছি। আশা করছি ভালো কিছু হবে।'

জাহিদ হোসেন পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- ওমর সানী, মৌসুমি, স্নিগ্ধাসহ অনেকে।

Comments

The Daily Star  | English

Chief Adviser Yunus to call for national unity

He will hold meetings with all political parties tomorrow to discuss this

10m ago