আমার সঙ্গে সেদিন ১০০ নারী ছবি তুলেছেন: জায়েদ খান
চিত্রনায়ক জায়েদ খান সিনেমায় অভিনয়ের চেয়ে সিনেমার বাইরের খবর নিয়ে বেশি আলোচনা-সমালোচনায় থাকেন।
কিছুদিন আগে শিল্পী সমিতির নির্বাচনের দ্বন্দ্ব নিয়ে আলোচনায় ছিলেন তিনি।
সম্প্রতি কয়েকজন নারীর মাঝে নায়ক জায়েদ খানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেছে। ছবিতে দেখা যায় একটি অনুষ্ঠানে উপস্থিত নারীরা তার সঙ্গে সেলফি তুলছেন।
এ বিষয়ে জায়েদ খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'নারীরা আমাকে পছন্দ করে। আমার সঙ্গে তারা ছবি তুলতে আগ্রহী। যে ছবিটার কথা বলছেন, সেদিন ১০০ নারী আমার সঙ্গে ছবি তুলেছেন।'
তিনি বলেন, 'আমাকে তারা পছন্দ করেন বলেই সেলফি তুলেছেন। এটাকে খারাপভাবে দেখার কিছুই নাই। একজন নায়কের সঙ্গে ছবি তুলতে চাইবে এটাই স্বাভাবিক।'
'তারা সেলফি তুলবে অভিনেতার সঙ্গে কথা বলবে, এটাই তো হওয়া উচিত,' যোগ করেন তিনি।
এদিকে, জায়েদ খান অভিনীত সিনেমা 'সোনার চর' মুক্তির অপেক্ষায় আছে। জাহিদ হোসেন পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানীসহ অনেকেই।
Comments