তিশা-প্রীতমের ‘ঘুমপরী’ ওয়েবফিল্মের ট্রেলার প্রকাশ্যে

ওয়েবফিল্ম, ঘুমপরী, প্রীতম হাসান, তানজিন তিশা, পারশা মাহজাবীন,
ঘুমপরী ওয়েবফিল্মের দৃশ্যে তানজিন তিশা ও প্রীতম হাসান। ছবি: সংগৃহীত

ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েবফিল্ম 'ঘুমপরী'। গতকাল ওয়েবফিল্মটির ট্রেলার প্রকাশিত হয়েছে। ট্রেলারে বিভিন্ন চরিত্রের নানা মুহূর্ত উঠে এসেছে।

শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে 'ঘুমপরী' ওয়েব ফিল্মের 'ফার্স্টলুক ও ট্রেলার প্রকাশ' করা হয়। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ওয়েব ফিল্মটি চরকিতে দেখা যাবে।

জাহিদ প্রীতম ওয়েবফিল্মটিতে অভিনয় করেছেন সংগীতশিল্পী-অভিনেতা প্রীতম হাসান, তানজিন তিশা ও পারশা মাহজাবীন।

প্রীতম হাসান বলেন, 'কাজটা করব কিনা, প্রথম দিকে এটাই ভাবছিলাম। এত ইমশোনাল স্ক্রিপ্টে চরিত্রটা হয়ে উঠতে পারব কিনা, সেটাই চ্যালেঞ্জ ছিল। পরে আমি পরিচালকের সঙ্গে কথা বলি। তিনি আমার চরিত্রকে একভাবে দেখছিলেন, আমি দেখছিলাম ভিন্নভাবে। আলোচনার পর আমরা একটা কমন পয়েন্টে আসতে পারি ও কাজটিতে যুক্ত হই। ম্যাজিক্যাল অনেক মুহূর্ত আছে পুরো গল্পে।'

তানজিন তিশা বলেন, 'এই ওয়েব ফিল্মের পরিচালক যখন গল্প বলেছিলেন, তখনই আমার ভালো লেগে যায়। আমি অনেক রকম কাজ করেছি, এখন আমার এমন কাজ লাগবে, যা একটু আলাদা। ঘুমপরী তেমনই একটা গল্প। কনসেপ্টটা খুব ভালো লেগেছে। দর্শকরা দেখলেই বুঝতে পারবেন।'

পারশা মাহজাবীন বলেন, 'ঘুমপরী আমার পছন্দের জনরার গল্প। তাই বেশি ভাবতে হয়নি। স্ক্রিপ্টটা পড়ার সঙ্গে সঙ্গেই ভালো লেগে যায়। এখানে কাজ করাটা আমার জন্য কঠিনই ছিল বলতে হবে, কারণ আমার দুই ধরনের চরিত্র করতে হয়েছে। ক্যারেক্টার ডেভেলপমেন্টটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল।'

Comments

The Daily Star  | English

Why was July 2025 wetter in Bangladesh?

Bangladesh experienced three low-pressure systems on July 7, July 14 and July 24 which led to heavy rain

31m ago