তারকাদের শুভেচ্ছায় ভাসছে কানে স্পেশাল মেনশন পাওয়া ‘আলী’

কান চলচ্চিত্র উৎসব
কান চলচ্চিত্র উৎসবে পরিচালক আদনান আল রাজীব। ছবি: সংগৃহীত

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা 'আলী'। বিশ্বের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন (বিশেষ উল্লেখযোগ্য সিনেমা হিসেবে স্বীকৃতি) পেয়েছে আদনান আল রাজীব নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'আলী'।

গতকাল শনিবার উৎসবের সমাপনী দিনে এই ঘোষণা আসে। তারপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে শুভেচ্ছায় ভাসছে 'আলী' সিনেমার পুরো টিম। 

আলী
সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন আল আমিন। ছবি: সংগৃহীত

আজ রোববার শাকিব খান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। শাবাশ! আদনান ও টিম আলী।'

অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, 'ঘুম থেকে উঠে এর চেয়ে আর ভালো খবর কী হতে পারে? অভিনন্দন আলী টিম।'

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী কানের একটি মুহূর্তের ছবি প্রকাশ করে লিখেছেন, 'আমার স্বামী ইতিহাস রচনা করেছেন।'

চিত্রনায়ক আরিফিন শুভ লিখেছেন, 'বাংলাদেশকে বিশ্বমঞ্চে উজ্জ্বল করে তোলার জন্য আদনান আল রাজীব এবং আলী টিমের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশকে গর্বিত করার জন্য ধন্যবাদ।'

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম লিখেছেন, 'আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়েছে। অভিনন্দন আদনান আল রাজীব ও আলী টিম।'

নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী লিখেছেন, 'ঈশ্বর তোমাদের মঙ্গল করুক আদনান আল রাজীব, কামরুল হাসান খসরু ও টিম। ভালোবাসা।'

নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, 'আজ আমি সবচেয়ে গর্বিত চলচ্চিত্র নির্মাতা ও আমার বন্ধু আদনান আল রাজীবের জন্য। তার শর্টফিল্ম আলী কান উৎসবে বিশেষ জুরি পুরস্কার জিতেছে!'

অভিনেত্রী সাবিলা নূর লিখেছেন, 'অভিনন্দন আদনান আল রাজীব! ওহ মাই গড, কী অসাধারণ সাফল্য মাশাআল্লাহ! তোমার এবং তোমার দলের জন্য আমি গর্বিত… এটা তো মাত্র শুরু।'

এছাড়া আরও যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের মধ্যে আছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নির্মাতা রায়হান রাফী, অনম বিশ্বাস, অভিনেতা তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া, কাজী নওশাবা আহমেদ, মৌসুমী হামিদ, মোহসীনা আক্তার, নাজিফা তুষি, সুনেরাহ বিনতে কামাল।

কানের ওয়েবসাইটে সিনেমাটির গল্প প্রসঙ্গে বলা হয়েছে, এটি উপকূলীয় একটি শহরের গল্প, যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন আল আমিন।

কানে সাংবাদিকদের নানা রকম প্রশ্নের উত্তর দিতে হয় এই নির্মাতাকে।

সেখানে আদনান আল রাজীব বলেন, 'এটা আমাদের জন্য অবশ্যই বিশেষ। নিঃসন্দেহে বাংলাদেশের জন্যও। আপনারা জানেন, প্রথমবারের মতো আমাদের জন্য এটাই অনেক বড় একটা অর্জন। এই মুহূর্তে বাংলাদেশ একটা অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় মানুষ ভালোভাবে একটু নিশ্বাস নেওয়া সুযোগ খুঁজছে। এই পুরস্কারটি জিতে আমরা কিছুটা হলেও সেটাই দিতে পেরেছি। এটা দেশের মানুষের মাঝে একটা আশার সঞ্চার যেমন ঘটাবে, তেমনি বাংলাদেশ নিয়ে একটা ইতিবাচক ধারণাও তৈরি করবে।'

'প্রথমবারের মতো বাংলাদেশ এমন একটি স্বীকৃতি পেল, এতে আপনার প্রতিক্রিয়া কী'?

এই প্রশ্নের উত্তরে আদনান আল রাজীব বলেন, 'এটা দারুণ ব্যাপার। এমন কিছু অর্জন করব, এটা কখনোই ভাবিনি। আমি শুধু শৈল্পিক মাধ্যমে গল্পটি বলতে চেয়েছিলাম, যেটা আমি সবসময়ই চেষ্টা করি। কী বলব আসলে বুঝতে পারছি না। আমি এটা ভাষায় প্রকাশ করতে পারছি না। শুধু এটাই বলব, এটা আমার জীবনের জন্য অনেক বড় একটা অর্জন। এমনকি দেশের জন্যও।'

'আলী এমন একটি গল্পের সিনেমা, যেখানে একজন আলী প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসেছেন। নীরবেই যে তার সংগীতচর্চা চালিয়ে যান। আলীর মতো এমন মেধাবী গায়কদের উৎসর্গ করছি আমার এই সিনেমা, যারা দেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে আছেন এবং তাদের সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন।'

 

Comments

The Daily Star  | English

A floating mosaic of guavas, baskets and people

During the monsoon, Jhalakathi transforms into a floating paradise. Bhimruli guava market comes alive with boats carrying farmers, buyers, and tourists.

10h ago