কানে স্পেশাল মেনশন পুরস্কার পেল ‘আলী’

ছবি: সংগৃহীত

বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীব নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'আলী' ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বিচারকদের রায়ে স্পেশাল মেনশন পুরস্কার পেয়েছে।

আজ শনিবার উৎসবের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্বর্ণপাম জিতেছে ইসরায়েলের তৌফিক বারহোম পরিচালিত 'আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাও'।

এবারের আসরের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও লা সিনেফ বিভাগের প্রধান বিচারক জার্মান পরিচালক মারেন আদে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে 'আলী'কে স্পেশাল মেনশন দেওয়ার কথা জানান।

তখন অতিথি সারিতে বসে ছিলেন আদনান আল রাজীব। তিনি উঠে দাঁড়ালে সবাই তাকে করতালি দিয়ে অভিনন্দনে সিক্ত করেন।

কানে এবার জমা পড়েছে চার হাজার ৭৮১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্য থেকে ১১টি প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। বাংলাদেশের 'আলী' সেই ছবির একটি।

কানের ইতিহাসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের এটিই প্রথম ছবি।

আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের ছবিটির গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই।

আলী শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের একটি প্রতিযোগিতায় নাম লেখায়। চমকপ্রদ ব্যাপার হলো, সে নারীকণ্ঠেও গাইতে পারে!

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago