কান চলচ্চিত্র উৎসবে বর্ষা

বর্ষা
বর্ষা। ছবি: সংগৃহীত

আমন্ত্রিত হয়ে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক খাদিজা পারভীন বর্ষা।

আসরের ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশন বিভাগে আমন্ত্রণ জানানো হয়েছে এই অভিনেত্রীকে।

খাদিজা পারভীন বর্ষা দ্য ডেইলি স্টারকে বলেন, 'এমন একটা আয়োজনে বাংলাদেশ থেকে যাচ্ছি অবশ্যই ভালো লাগছে। সেখানে আমাদের দেশের সংস্কৃতি, সিনেমা, নারী নিয়ে কথা বলব। আমার সঙ্গে প্যানেলে যারা আছেন, তাদের একজনের সিনেমা কানে প্রিমিয়ার হবে। মানুষের শেখার তো শেষ নেই, অনেক কিছু শিখব, জানব, দেখব। অনেক অভিজ্ঞতা হবে। সবকিছু নিয়ে আমি এক্সাইটেড। আগামীকাল ১৩ মে সেখানে যাচ্ছি অংশ নিতে।'

১৩ মে কানে শুরু হবে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। আয়োজনে নারীদের নিয়ে আয়োজিত আলোচনা বিভাগে বর্ষার সঙ্গে আলোচনায় অংশ নেওয়া অতিথিদের তালিকা প্রকাশ করেছে কান কর্তৃপক্ষ। যেখানে ইসাবেল, মারিয়ানি ও নোরা আরমানী রয়েছেন। আগামী ১৪ এবং ১৫ মে হবে অনুষ্ঠিত হবে এই আলোচনা পর্ব।

Comments

The Daily Star  | English

AL attack on NCP rally venue: Four killed as violence grips Gopalganj

At least four people were killed and dozens injured in daylong running battles between law enforcers and Awami League followers in Gopalganj yesterday.

6h ago