রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন যে তারকারা

আগামীকাল সোমবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে বলিউড ও দক্ষিণী তারকাদের রাষ্ট্রীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। হিন্দুস্তান টাইমস জানায়, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে ৫০০ জন রাষ্ট্রীয় অতিথির তালিকায় অভিনেতা, পরিচালক ও সংগীতশিল্পীরা রয়েছেন৷

এ তালিকায় আছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন, মাধুরী দিক্ষিত, কঙ্গনা রানাওয়াত, অক্ষয় কুমার, রনবীর কাপুর, আলিয়া ভাট, অনুপম খের, অজয় দেবগন, হেমা মালিনী, সানি দেওল, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ, আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি।

এছাড়া দক্ষিণী তারকা রজনীকান্ত, আল্লু অর্জুন, চিরঞ্জীবি, ধানুশসহ আরও কয়েকজন রাষ্ট্রীয় অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন।

তালিকায় নির্মাতা সুভাষ ঘাই, সঞ্জয় লীলা বনশালী, সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, কৈলাশ খের, সনু নিগমের নামও রয়েছে।

তবে বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, সালমান খান ও আমির খান এ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি বলে জানিয়েছে কয়েকটি সংবাদমাধ্যম। এছাড়া প্রভাবশালী তারকা ঐশ্বরিয়া রাই, দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ, রনবীর সিং, সঞ্জয় দত্ত, নির্মাতা করণ জোহরের নামও অতিথিদের তালিকায় পাওয়া যায়নি।  

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

MV Al Bakhera killings: Water transport workers go on strike

Water transport workers has started an indefinite strike from midnight

15m ago