রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন যেসব তারকা

রাম মন্দিরের উদ্বোধনে অংশ নেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর ও আলিয়া ভাট। ছবি: রয়টার্স
রাম মন্দিরের উদ্বোধনে অংশ নেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর ও আলিয়া ভাট। ছবি: রয়টার্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছেন। 

গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলিউডের অসংখ্য তারকা, ক্রিকেটার, ব্যবসায়ী ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। 

সাদা কুর্তা-পাজামা ও শাল পরে এই অনুষ্ঠানে যোগ দেন অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন।

রাম মন্দিরের উদ্বোধনে অমিতাভ, অভিষেক ও অনিল আমবানি। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট/সংগৃহীত
রাম মন্দিরের উদ্বোধনে অমিতাভ, অভিষেক ও অনিল আমবানি। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট/সংগৃহীত

তারকা দম্পতি রণবির কাপুর-আলিয়া ভাট, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ এবং সদ্য বিবাহিত রণদীপ হুদা ও লিন লাইশরাম এতে অংশ নেন। পাশাপাশি বিবেক ওবেরয়, মাধুরী দিক্ষিত, আয়ুষ্মান খুরানা, অনুপম খের ও কঙ্গনা রানাউত।

রাম মন্দিরের উদ্বোধনে রোহিত শেট্টি, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, মাধুরী দিক্ষিত ও তার স্বামী শ্রীরাম নেনে। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট/সংগৃহীত
রাম মন্দিরের উদ্বোধনে রোহিত শেট্টি, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, মাধুরী দিক্ষিত ও তার স্বামী শ্রীরাম নেনে। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট/সংগৃহীত

চিত্রনির্মাতাদের মধ্যে উপস্থিত ছিলেন মধুর ভান্ডারকার, রাজকুমার হিরানি ও রোহিত শেঠি।

এ ছাড়া, কিংবদন্তী ক্রিকেটার শচিন তেন্ডুলকার ও অনিল কুম্বলেও এই অনূষ্ঠানে অংশ নেন।

রাম মন্দিরের উদ্বোধনে অংশ নেন রজনীকান্ত, শংকর মহাদেবন ও শচীন তেন্ডূলকার। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট/সংগৃহীত
রাম মন্দিরের উদ্বোধনে অংশ নেন রজনীকান্ত, শংকর মহাদেবন ও শচীন তেন্ডূলকার। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট/সংগৃহীত

গায়ক শংকর মহাদেবন ও সোনু নিগম অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরে রাম ভজন পরিবেশন করেন। 'রাম সিয়া রাম' গেয়ে শোনান সোনু নিগম।

গায়িকা অনুরাধা পাড়োয়াল ও তার মেয়ে কবিতা পাড়োয়ালও রাম ভজন পরিবেশনা করেন।

রাম মন্দিরের উদ্বোধনে সোনু নিগম। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট/সংগৃহীত
রাম মন্দিরের উদ্বোধনে সোনু নিগম। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট/সংগৃহীত

এনডিটিভি জানিয়েছে, এই অনুষ্টানে তেলেগু অভিনেতা রাম চরণ ও চিরঞ্জিবিকে শিল্পপতি অনিল আমবানির সঙ্গে আলোচনা করতে দেখা যায়। হায়দ্রাবাদ থেকে একটি বেসামরিক বিমানে চড়ে অযোধ্যা এসে পৌঁছান দক্ষিণ ভারতের এই দুই তারকা।

সোমবার দক্ষিণের বড় তারকা রজনিকান্ত ও ধানুশ চেন্নাই থেকে রাম মন্দিরে এসে পৌঁছান।

এই অনুষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত ছিল এনএসজি'র দুই ইউনিট স্নাইপার, ছয় ইউনিট এটিএস কমান্ডো ও ১৫ হাজার পুলিশ।

ভারতীয় আইনশৃঙ্খলাবাহিনীর মহাপরিচালক প্রশান্ত কুমার জানান, রাম মন্দির কমপ্লেক্স জুড়ে নিরাপত্তার জন্য ২৫০টি এআই ভিত্তিক হাই রেজোল্যুশন ক্যামেরা ও ৩১৯টি ফেশিয়াল রিডিং ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

Killings In Chandpur: Water transport workers go on strike

Water transport workers has started an indefinite strike from midnight

17m ago