ফারুকের আত্মা যেন শান্তিতে থাকে: আলমগীর

আকবর হোসেন পাঠান ফারুক। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার ফাইল ফটো

ফারুক ও আলমগীর— এই ২ সাড়া জাগানো নায়কের মধ্যকার সম্পর্ক ছিল গভীর। দীর্ঘ সময় ধরে এদেশের সিনেমা খাতের প্রতি ২ জনই ছিলেন নিবেদিত প্রাণ । সিনেমা জগতের বাইরেও তাদের মাঝে পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছিল।

সদ্য প্রয়াত নায়ক ফারুককে নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন নায়ক আলমগীর।

আলমগীর বলেন, 'নায়ক ফারুক চলে গেছেন। তাকে নিয়ে কোনো স্মৃতিচারণ করব না। আমি শুধু তার আত্মার মাগফিরাত কামনা করব। তার আত্মার শান্তি কামনা করব। তার আত্মা যেন শান্তিতে থাকে, এটাই চাইব শুধু।'

'মানুষ একবার আসে এবং একবারই চলে যায়। চলে গেলে আর আসে না। দেশবাসীর কাছে খুব করে আমার অনুরোধ, তার জন্য মন থেকে দোয়া করবেন। এটাই প্রয়োজন। কিছু বলার মতো অবস্থায় এখন নেই। একটা কথাই জোর দিয়ে বলব, দেশবাসী যেন তার জন্য দোয়া করে। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করুক', যোগ করেন আলমগীর।

 

Comments

The Daily Star  | English

Police vehicle torched in Gopalganj

The vehicle was set on fire allegedly by activists of the banned Bangladesh Chhatra League (BCL) in Gopalganj's Ulpur area

38m ago