নায়ক ফারুককে আমি দুলু বলে ডাকতাম: সোহেল রানা
নায়ক ফারুক ও নায়ক সোহেল রানার পরিচয় ছাত্ররাজনীতি করতে গিয়ে। একসঙ্গে রাজনীতি করেছেন দুজনে। চলচ্চিত্র শিল্পে অসংখ্য স্মৃতি এই দুই ঢাকাই সিনেমার সোনালি দিনের নায়কের।
দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে সদ্যপ্রয়াত নায়ক ফারুককে নিয়ে স্মৃতিচারণ করেছেন সোহেল রানা।
সোহেল রানা বলেন, 'ফারুক আমার অনেক দিনের চেনাজানা, সেই ছাত্রজীবন থেকে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ফারুক তখন জগন্নাথ কলেজের প্রথম বর্ষের ছাত্র। আমি কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, ফারুক ছিলেন কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে।'
'বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতে গিয়ে আমাদের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্ক সারাজীবন ছিল,' যোগ করেন তিনি।
সোহেল রানা বলেন, 'ফারুক আমাকে অনেক সম্মান করতেন। আমিও অসম্ভব ভালোবাসতাম। সিনেমায় আমাদের সখ্যতা গড়ে ওঠার আগেই রাজনীতি দিয়ে সখ্যতা গড়ে ওঠে।'
'ফারুকের ডাকনাম দুলু' জানিয়ে তিনি বলেন, 'আমি দুলু নামে ডাকতাম। আমার কাছে তিনি প্রিয় দুলু। আমার এখনো বিশ্বাস হচ্ছে না তিনি নেই।'
সিনেমা একসঙ্গে কাজ করা প্রসঙ্গে সোহেল রানা বলেন, 'একসময় আমরা সিনেমায় এলাম। বছরের পর বছর পার করেছি একই পথের পথিক হয়ে। কত দিন, কত রাত ও কত সুন্দর সন্ধ্যার স্মৃতি আমাদের। কত গল্প করার স্মৃতি। চলচ্চিত্র নিয়ে কত গল্প, কত সময় কাটিয়েছি দুজনে।'
'কখন যে আমরা ভাই হয়ে গিয়েছিলাম তা আজ মনে করতে পারছি না। আজ মনে হচ্ছে আমার ভাই ফারুককে হারালাম,' বলেন তিনি।
'বাংলা সিনেমায় ফারুকের অভাব কখনোই পূরণ হবে না' উল্লেখ করে সোহেল রানা বলেন, 'দেশিয় চলচ্চিত্রকে তিনি অনেক দিয়ে গেছেন। সামাজিক সিনেমায় তার সাহসী সংলাপ দর্শকরা খুব আপন করে নিয়েছিলেন। হিট সিনেমাও উপহার দিয়ে গেছেন তিনি, যেগুলো টিকে থাকবে বহুবছর।'
ফারুকের অভিনয় নিয়ে তিনি বলেন, 'অসাধারণ অভিনেতা ছিলেন ফারুক। যেকোনো চরিত্রে মানিয়ে নিতেন। অভিনয় দিয়ে মানুষকে কাঁদাতেন, সাহসী করে তুলতেন। অভিনয়ের বিরল ক্ষমতা ছিল তার। তার অভিনয় আমাকে মুগ্ধ করত।'
'আমার নিজের শরীরও খুব একটা ভালো নেই। এর মধ্যে ফারুকের মৃত্যুর খবরে আরও কষ্ট পাচ্ছি। প্রথমে বিশ্বাস করিনি। কেননা, আগেও তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। এবার সত্যি সত্যি চলে গেলেন।' '
সবাইকে কাঁদিয়েই চলে গেলেন ফারুক। আর ফিরে আসবেন না। তার আত্মার শান্তি হোক। যে ভুবনে যাত্রা করলেন সেখানে চিরশান্তিতে থাকুন তিনি,' বলেন সোহেল রানা।
Comments