হিন্দি সিনেমা নিয়ে ৩ মাসের ব্যবধানে সুর পাল্টালেন ডিপজল

৩ মাস আগে বলেছিলেন, ‘হিন্দি সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতির জন্য খারাপ।’
মনোয়ার হোসেন ডিপজল। ছবি: সংগৃহীত

অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল দেশে হিন্দি সিনেমা মুক্তির বিপক্ষে ছিলেন। সিনেমা আমদানি ঠেকানোর চেষ্টাও করেছেন। সম্প্রতি সুর পাল্টে হিন্দি সিনেমার পক্ষে কথা বলেছেন তিনি।

হিন্দি সিনেমার বিপক্ষে থাকা অবস্থায় তিন মাস আগে ডিপজল বলেছিলেন, 'আমরা হিন্দি সিনেমা আমদানির পক্ষে না। হিন্দি সিনেমা যেন আমদানি না হয়, সেই চেষ্টা করব। হিন্দি সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতির জন্য খারাপ। হিন্দি সিনেমার আমদানি অব্যাহত থাকলে মুখ থুবড়ে পড়বে দেশীয় চলচ্চিত্র।'

বর্তমানে সুর পাল্টে ডিপজল বলেন, 'সিনেমা হল বাঁচানোর জন্য হিন্দি সিনেমা দেশে এলে অসুবিধা নেই। আমি সবসময় আমাদের ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর, তবে এখন হলও বাঁচাতে হবে। তাই আপাতত সবার সঙ্গে আমিও একমত, হিন্দি সিনেমা আসুক। একইসঙ্গে আমাদেরও ভালো মানের সিনেমা নির্মাণের বিকল্প নেই।'

সম্প্রতি রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে আয়োজিত প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভা ও সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে হিন্দি সিনেমার পক্ষে এই কথা বলেন ডিপজল।

Comments