‘পাঠান বাংলাদেশে মুক্তি না পেলে যে কোনো দিন সিনেমা হল বন্ধের ঘোষণা’

ছবি: স্টার

দেশের প্রেক্ষাগৃহগুলোতে বলিউডের সিনেমা 'পাঠান' প্রদর্শন করতে না দিলে যে কোনো সময় সিনেমা হল বন্ধের ঘোষণা আসতে পারে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা।

আজ শনিবার দুপরে  রাজধানীর ইস্কাটনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা।

হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বলেন, 'আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা আর পারছি না। উপমহাদেশের সিনেমা না এলে আর হল বাঁচানো সম্ভব হবে না। চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠনে লিখিত আবেদনের সুবাদে তথ্য মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পাওয়া গেলেও এখনো পাওয়া যায়নি লিখিত অনুমোদন। তাই হলগুলোতে পাঠান মুক্তি দিতে পারেননি হল মালিকরা।'

'তাই হতাশার মধ্যে সিনেমা হল বন্ধের নির্দেশনা আসতে পারে। আগামী কিছুদিনের মধ্যে দেখবেন একে একে সব সিনেমা বন্ধ করে দিচ্ছে তারা', যোগ করেন তিনি।

লায়ন সিনেমাসের মির্জা আবদুল খালেক বলেন, 'সরকার হয়তো চাচ্ছে না আমরা সিনেমা হল পরিচালনা করি, সিনেমা থেকে ব্যবসা করি। যদি চাইতো তাহলে আমাদের দিকে কিছুটা হলেও মনোযোগ দিত। আমাদের অবস্থা খুব একটা ভালো না। এইভাবে চলতে থাকলে আমাদের পথে বসে যেতে হবে।'

তিনি আরও বলেন, 'গত ১০ মাসে আমাদের হলে ৪০টা সিনেমা চলেছে। সর্বমোট ৫৩ হাজার দর্শক বাংলা সিনেমা দেখেছে। তারমধ্যে হাওয়া ও পরাণ দেখেছে ৩৬ হাজার দর্শক। অন্য সিনেমাগুলোর অবস্থা খারাপ। গতকাল একটা সরকারি অনুদানের সিনেমা মুক্তি পেয়েছে, ১২ জন সিনেমা দেখেছে। এমনভাবে চলতে থাকলে কীভাবে হবে?'

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

2h ago