পাঠানের সঙ্গে পাল্লা দিয়ে চলছে জ্বীন
সজল ও পূজাচেরি জুটির প্রথম সিনেমা 'জ্বীন' মুক্তি পেয়েছে এবারের ঈদে। মুক্তির পর এখনো ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের ভালোবাসা নিয়ে সিনেমাটি বেশ ভালোভাবে চলছে। সিনেমাটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী।
ঢাকার বসুন্ধরার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে 'জ্বীন' এবং ভারতীয় সিনেমা 'পাঠান' চলছে পাশাপাশি। সময়ের আলোচিত এবং রেকর্ড পরিমাণ আয় করা 'পাঠান' সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে জ্বীন সিনেমাটির প্রতিও দর্শকদের আগ্রহ রয়েছে।
পরিচালক নাদের চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ। অবশ্যই তাদের ধন্যবাদ দেব এবং সারাজীবন তাদের কথা মনে রাখব। আজ ৪ সপ্তাহ ধরে জ্বীন চলছে।
'জ্বীন এবং পাঠান এখন পাশাপাশি চলছে। এটা বড় বিষয় যে, জ্বীনকে দর্শকরা হতাশ করেনি। এভাবেই আমাদের দেশের সিনেমা এগিয়ে যাবে,' বলেন তিনি।
এ প্রসঙ্গে 'জ্বীন' সিনেমার নায়ক সজল বলেন, 'পাঠানের সঙ্গে পাল্লা দিয়ে জ্বীন চলছে এটা বিরাট আনন্দের খবর। সত্যিই দর্শকদের কাছে চিরদিনের জন্য ঋণী হয়ে রইলাম।'
এদিকে আগামীকাল থেকে কুমিল্লা টাউন হলে আগামী তিন দিন প্রদর্শিত হবে 'জ্বীন' সিনেমাটি।
সজল বলেন, 'কুমিল্লাবাসী জ্বীন সিনেমা দেখতে পারবেন ৩ দিন ধরে। আশা করছি সেখানে উপস্থিত থাকতে পারব।'
Comments