প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে শাওন-দীঘির ওয়েবফিল্ম

প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনায় চরকি অরিজিনাল ফিল্ম '৩৬–২৪–৩৬’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়েছে। 
দীঘি ও শাওন। ছবি: সংগৃহীত

প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনায় চরকি অরিজিনাল ফিল্ম '৩৬–২৪–৩৬' চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়েছে। 

রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় এটি পরিচালনা করেছেন রেজাউর রহমান।

এর মূল চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদীন দীঘি, সৈয়দ জামান শাওন, কারিনা কায়সার, গোলাম কিবরিয়া তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন, আবু হুরায়রা তানভীর প্রমুখ।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, 'এটি ওয়েবফিল্ম হিসেবে গত জুলাইয়ে মুক্তির কথা ছিল চরকিতে। তবে  সিনেমা হিসেবেই এটা নির্মাণ করা হয়েছে। প্ল্যাটফর্মের কারণে আমরা এটাকে ওয়েবফিল্ম বলছিলাম। সিনেমাটির গ্রেড সার্টিফিকেট পাওয়ার সঙ্গে সঙ্গে সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হবে।' 

এর আগে মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের আওতায় নির্মিত হয়েছে 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি', 'মনোগামী', 'কাছের মানুষ দূরে থুইয়া' এবং 'ফরগেট মি নট'।

Comments