ওটিটিতে শীর্ষে তাসনিয়া ফারিণ

২২ ফেব্রুয়ারি চরকিতে মুক্তি পেয়েছে ফারিণ অভিনীত ‘কাছের মানুষ দূরে থুইয়া’। ‘মিনিস্ট্রি অব লাভ’ এর দ্বিতীয় সিনেমা এটি।
তাসনিয়া ফারিণ। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

নতুন বছরের প্রথম দুমাসে ওটিটিতে বাজিমাত করেছেন তাসনিয়া ফারিণ।

জানুয়ারি ও ফেব্রুয়ারি জুড়ে দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে বেশ কিছু ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে। তার মধ্যে হাতেগোনা দু'একটি দর্শকের আলোচনায় ছিল।

তবে যে নতুন দুই ওয়েবফিল্ম সবচেয়ে বেশি সাড়া ফেলেছে তার একটি হলো কাজল আরেফিন অমি নির্মিত প্রথম ওয়েবফিল্ম 'অসময়' এবং অন্যটি শিহাব শাহীন পরিচালিত 'কাছের মানুষ দূরে থুইয়া'। 

এই দুই ওয়েবফিল্মে প্রধান নারী চরিত্রের অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ। দুটি ফিল্মে অভিনয় করেই দর্শকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই অভিনেত্রী, সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষের প্রশংসা কুড়িয়েছেন।

‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমায় প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

তাসনিয়া ফারিণ অভিনীত 'অসময়' নতুন বছরে গত ১৮ জানুয়ারি বঙ্গ-তে মুক্তি পেয়েছিল। এই ওয়েবফিল্মে মূল চরিত্র উর্বির ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সেখানে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, ইরেশ জাকের, রুনা খান। পাশাপাশি এই ওয়েবফিল্মে আছেন ইন্তেখাব দিনার, আবদুল্লাহ রানা, শাহেদ আলী, শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামীমা লাম, ইসরাত জাহিন আহমেদ, সুমন পাটোয়ারী, জিয়াউল হক পলাশসহ অনেকেই।

এছাড়া ২২ ফেব্রুয়ারি চরকিতে মুক্তি পেয়েছে ফারিণ অভিনীত 'কাছের মানুষ দূরে থুইয়া'। 'মিনিস্ট্রি অব লাভ' এর দ্বিতীয় সিনেমা এটি। এতে ফারিণের বিপরীতে অভিনয় করেছেন প্রীতম হাসান। আরও অভিনয় করেছেন রূপন্তী আকিদ, সমাপ্তি মাশুক, খলিলুর রহমান কাদেরী, শিরিন আলম, শুভজিৎ ভৌমিক ও শাহীন শাহনেওয়াজসহ অনেকেই।

Comments

The Daily Star  | English
electricity tariff

Rooppur-Bogura power line ready for use: PGCB

Power Grid Company of Bangladesh today ran test transmission through its newly built 89km Rooppur-Bogura power line, which is dedicated to the Rooppur nuclear power plant

32m ago