সরকারের কাছে নীতি সহায়তা চাইবে বিএসইসি

সরকারের কাছে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি বেশ কিছু নীতি সহায়তা চাইতে যাচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

এদিকে আজ বুধবার বিকেলে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ বিএসইসিতে যাবেন। তখন তার সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা নীতি সহায়তা নিয়ে আলোচনা করতে পারে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ভালো শেয়ারের উপস্থিতি নিশ্চিত করতে লাভজনক রাষ্ট্রায়ত্ত কোম্পানি ও বেসরকারি শিল্পগোষ্ঠীকে পুঁজিবাজারে আনার ওপর জোর দেবে কমিশন।

ইতোমধ্যে বেশ কয়েকটি দেশীয় বড় কোম্পানি ও বহুজাতিক কোম্পানির সঙ্গে বৈঠক করে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ভালো কোম্পানিগুলো আকৃষ্ট করতে বিএসইসি বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে কাজ করবে, যেন তালিকাভুক্ত ও তালিকাবহির্ভূত কোম্পানির মধ্যে কর ব্যবধান বাড়ে এবং তালিকাবহির্ভূত বড় কোম্পানির জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়া কঠিন হয়।

এছাড়া ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) শক্তিশালী করতে বিএসইসি সরকারকে সুপারিশ করবে। তাহলে সংস্থাটি পুঁজিবাজারে যথাযথ ভূমিকা পালন করতে পারবে বলে জানান খন্দকার রাশেদ মাকসুদ।

তিনি বলেন, মিউচুয়াল ফান্ড খাতের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতেও কাজ করবে বিএসইসি। বেশ কিছু বিদেশি বিনিয়োগকারী বাজার ছেড়েছেন, তাদের ফিরিয়ে আনারও চেষ্টা করা হবে।

বিএসইসি গত দুই মাসে বেশ কয়েকটি অংশীদারের সঙ্গে বৈঠক করেছে এবং তাদের কাছ থেকে কিছু সুপারিশ পেয়েছে। সরকারের সহায়তায় এগুলো সমন্বয়ের চেষ্টা করা হবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

11h ago