পুঁজিবাজারে টানা দরপতন

বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মতিঝিলে বিক্ষোভ

পুঁজিবাজার
মতিঝিলে বিনিয়োগকারীদের বিক্ষোভ। ছবি: স্টার

পুঁজিবাজারে ক্রমাগত দরপতনের মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ করছেন বিনিয়োগকারীরা।

আজ সোমবার সকাল ১০টার দিকে এই বিক্ষোভ শুরু হয়।

দুপুর সোয়া ১২টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বিক্ষোভ চলছিল।

'বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ'র ব্যানারে মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরোনো ভবনের সামনে বিনিয়োগকারীরা এই বিক্ষোভ করছেন।

বিক্ষোভে বিনিয়োগকারীরা বলেন, বিএসইসির চেয়ারম্যান শেয়ারের ক্রমাগত দরপতন রোধে ব্যর্থ হয়েছেন।

এক বিনিয়োগকারী নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিএসইসির চেয়ারম্যান শেয়ারবাজার চাঙ্গা করতে কোনো উদ্যোগ নেননি।'

'সম্প্রতি, শেয়ারের দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীরা দারিদ্র্যের মধ্যে পড়েছেন' বলেও মন্তব্য করেন তিনি।

Comments