৩ মাস পর ডিএসইতে লেনদেন ১ হাজার কোটি টাকা ছাড়াল

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, শেয়াবাজার,

প্রায় তিন মাস পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের পরিমাণ এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

আজ সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৯৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৩৪ শতাংশ বেশি।

এর আগে, এ বছরের ১৫ ফেব্রুয়ারি সর্বশেষ ১ হাজার ৭৪ কোটি ৭০ লাখ টাকা লেনদেন হয়েছিল।

আজ লেনদেনে ফার্মাসিউটিক্যালস কোম্পানির আধিপত্য দেখা গেছে, মোট লেনদেনে ফার্মাসিউটিক্যালস কোম্পানির অংশ ছিল ২০ দশমিক ৬৮ শতাংশ।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৯৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৬১ শতাংশ বেড়ে ৫ হাজার ৭২৭ দশমিক ০২ পয়েন্টে শেষ হয়েছে।

শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ১০ দশমিক ৫২ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৪ শতাংশ বেড়ে ১ হাজার ২৬১ দশমিক ৫০ পয়েন্টে শেষ হয়েছে।

একইভাবে, ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৩৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ বেড়ে হয়েছে ২ হাজার ৪৬ দশমিক ৮১ পয়েন্ট।

আজ ডিএসইতে ২৫২টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৬টির এবং ৫৮টির অপরিবর্তিত ছিল।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

8h ago