ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন কাল থেকে ১০টা-২.৩০

স্টার ফাইল ফটো

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার লেনদেন নতুন অফিস সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে মঙ্গলবার থেকে। গ্রাহকরা সকাল ১০টা থেকে দুপুর দুইটা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন করতে পারবেন।

আজ সোমবার একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ডিএসই'র উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, 'বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী নতুন লেনদেনের সময়সূচি মঙ্গলবার থেকে কার্যকর হবে।'

বিএসইসি নির্দেশনায় বলা হয়েছে যে, চলতি বছরের ১৫ নভেম্বর থেকে শেয়ার লেনদেন সকাল ১০টায় শুরু হবে এবং দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। তবে ১০ মিনিটের একটি পোস্ট-ক্লোজিং সেশন হবে। সমস্ত লেনদেন দুপুর আড়াইটার মধ্যে শেষ করতে হবে। এ ছাড়াও, সকাল ৯টা ৫৫ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত একটি প্রি-ওপেনিং সেশনও থাকবে।

এদিকে, ডিএসই'র লেনদেনের পাশাপাশি সরকারি সময়সূচিও পরিবর্তন হয়েছে।

মঙ্গলবার অফিসের কার্যক্রম সকাল ৯টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)ও ট্রেডিংয়ের জন্য নির্ধারিত একই সময় অনুসরণ করবে।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago