বেক্সিমকোর ১৬ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুর মহানগরীর সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ ঘোষণা করা ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
বৃহস্পতিবার বিকেল থেকে তারা আন্দোলন শুরু করেন এবং একপর্যায়ে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।
শ্রমিকদের বরাত দিয়ে শিল্প পুলিশ জানায়, মালিকের সমস্যার জন্য কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এসব কারখানায় ৩০-৪০ হাজার শ্রমিক কাজ করেন।
শ্রমিকদের ভাষ্য, এখন এই শ্রমিকদের কী হবে? হাজার হাজার শ্রমিকের পরিবার কীভাবে চলবে?
যোগাযোগ করা হলে রাত ১২টার দিকে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'কারখানাগুলো খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। তারা ঘণ্টাখানেক সড়কে বিক্ষোভ করে বিকেলের দিকে চলে যান।'
শ্রমিকদের আন্দোলন শেষ কি না, জানতে চাইলে তিনি বলেন, 'শুক্রবার ছুটির দিন। শনিবারে কি হয় দেখা যাক।'
Comments