আশুলিয়ায় অধিকাংশ কারখানা খুললেও ২০টি এখনো বন্ধ
আশুলিয়া শিল্পাঞ্চলের বন্ধ কারখানার অধিকাংশই আজ রোববার খুলেছে। তবে এখনো ২০টি কারখানা বন্ধ রয়েছে।
এরমধ্যে ১৮টি কারখানা শ্রম আইনের ১৩/১ ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বাকি দুটি কারখানা সাধারণ ছুটির আওতায় বন্ধ রয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ বন্ধ কারখানা খুলে দেওয়া হয়েছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছে। তবে দাবি-দাওয়া নিয়ে সুরাহা না হওয়ায় আজ ২০টি কারখানা শ্রম আইনের ১৩/১ ধারায় বন্ধ রয়েছে। এ ছাড়া, দুটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা অবস্থায় বন্ধ রয়েছে। এসব কারখানার মধ্যে অধিকাংশই পোশাক কারখানা। দু-একটি রয়েছে ওষুধ ও জুতা প্রস্তুতকারী কারখানা।'
'আজ শিল্পাঞ্চলে কোথাও কোনো শ্রমিক বিক্ষোভ নেই ও শ্রমিকরা রাস্তায় নামেননি। কারখানাগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও শিল্প পুলিশ সদস্য মোতায়েন রয়েছে', বলেন তিনি।
এর আগে, গত বৃহস্পতিবার শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া শিল্পাঞ্চলে ৮৬টি কারখানা ১৩/১ ধারায় বন্ধ ছিল। এ ছাড়া, ১৩৩ টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। গতকাল ৪৯টি কারখানা বন্ধ ছিল।
Comments