ঢাকা-চট্টগ্রামে সাধারণ ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করবে টিসিবি

ঢাকা ও চট্টগ্রামের সাধারণ ভোক্তাদের কাছে আগামীকাল থেকে ভর্তুকি মূল্যে চাল, ডাল ও তেল বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ বুধবার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রির কার্যক্রম চলমান আছে।

ওই কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তার কাছে ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রাম মহানগরীতে ২০টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে তেল, ডাল ও খাদ্য অধিদপ্তরের সরবরাহ করা চাল বিক্রয়ের ব্যবস্থা নিয়েছে টিসিবি।

এই কার্যক্রম ২৪ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। তবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে না এলে পরবর্তীতে মেয়াদ বাড়ানো হতে পারে।

ভোক্তাদের কাছে লিটারপ্রতি তেল ১০০ টাকা, মসুর ডাল কেজিপ্রতি ৬০ টাকা এবং চাল কেজিপ্রতি ৩০ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন।

Comments

The Daily Star  | English

Postgrad doctors block Shahbagh demanding stipend hike

The blockade resulted in halt of traffic movement, causing huge suffering to commuters

19m ago