পাচারকারীরা যেন টাকার বালিশে না ঘুমাতে পারেন এমন ব্যবস্থা করব: গভর্নর

আহসান এইচ মনসুর, বাংলাদেশ ব্যাংক,
আহসান এইচ মনসুর। ফাইল ফটো

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর মন্তব্য করেছেন, টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না। তারা যেন টাকার বালিশে না ঘুমাতে পারেন আমরা এমন ব্যবস্থা করব।

গভর্নরের দায়িত্ব নেওয়ার পর আজ বুধবার বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের এ কথা বলেন আহসান এইচ মনসুর।

তিনি বলেন, আন্তর্জাতিক সহায়তা নিয়ে, অভ্যন্তরীণ আইনগত প্রক্রিয়া মেনে এমন ব্যবস্থা নেওয়া হবে, যেন যারা টাকা নিয়ে গেছেন তারা শান্তিতে থাকতে না পারেন। তারা যেন টাকার বালিশে না ঘুমাতে পারেন। তাদের দৌড়ের ওপর রাখা হবে।

গভর্নর বলেন, আন্তর্জাতিক আইন কিছুটা হলেও এখন সহায়ক আছে, এটাকে ব্যবহার করতেই হবে। টাকা আসুক বা না আসুক তাদেরকে আমরা কষ্টে রাখব। আশাকরি আমরা এটা করতে পারব।

এর আগে, আজ দুপুরে সচিবালয়ে এক পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নেমে আসবে।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire: Trump

US President Donald Trump on Saturday said that India and Pakistan have agreed to a "full and immediate ceasefire," amid both countries launching strikes and counter-strikes against each other's military installations

9m ago