ঋণ খেলাপিদের ধরতে হবে: অর্থমন্ত্রী

উন্নয়ন প্রকল্পে চীনের অর্থায়ন ছাড় আগের চেয়ে সহজ হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আমিও ঋণ খেলাপিদের ধরতে চাই, ঋণ খেলাপিদের ধরতে হবে।

এসময় সাংবাদিকরা প্রশ্ন করেন তারা তো খুব শক্তিশালী তাদের ধরতে পারবেন কিনা, জবাবে অর্থমন্ত্রী বলেন, 'দেখি পারি কি না।'

আজ রোববার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী আরও বলেন, 'বাজেটে তিনটি চ্যালেঞ্জ আছে- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ বৃদ্ধি, বাজস্ব আয় বাড়ানো। আগামী বাজেটে চেষ্টা করব কীভাবে মানুষকে মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি দেওয়া যায়।'

'মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গভর্নর চেষ্টা করছেন। তিনি তো সরকারের অংশ, বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে। তিনি আগে অর্থসচিব ছিলেন। অথচ কিছু হলেই তাকে দায়িত্ব জ্ঞানহীন বলায় হয়। বলা হয় তার কেনো আইডিয়া নেই। কিছু না জানলে তো আর এমনি এমনি অর্থসচিব হননি।'

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে তিনি বলেন, 'পৃথিবীর কোথাও ঢালাওভাবে সাংবাদিকদের কেন্দ্রীয় ব্যাংকে ঢুকতে দেওয়া হয় না।'

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে অনুমতি দিতে বারবার অনুরোধ করা হলে অর্থমন্ত্রী বলেন, 'দেখি কি করা যায়, আমি বিষয়টি নিয়ে গভর্নরের সঙ্গে কথা বলব।'

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

6h ago