বেড়েছে বেকার পুরুষের সংখ্যা

তবে একই সময়ে বেকার নারীর সংখ্যা ৩ শতাংশ কমে সাড়ে ৮ লাখে দাঁড়িয়েছে
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, শ্রমশক্তি জরিপ, বেকার, কর্মসংস্থান,
প্রতীকী ছবি, স্টার ফাইল ফটো

চলতি বছরের প্রথম প্রান্তিকে আগের বছরের একই সময়ের চেয়ে বেকার পুরুষের সংখ্যা বেড়েছে।

আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে (কিউএলএফএস) এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপের তথ্যে দেখা গেছে, ২০২৪ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় বেকার পুরুষের সংখ্যা ২ শতাংশ বেড়ে ১৭ লাখ ৪০ হাজারে দাঁড়িয়েছে। গত বছরের এই সময়ে বেকার পুরুষের সংখ্যা ছিল ১৭ লাখ ১০ হাজার।

তবে একই সময়ে বেকার নারীর সংখ্যা ৩ শতাংশ কমে সাড়ে ৮ লাখে দাঁড়িয়েছে, যা এক বছর আগে ছিল ৮ লাখ ৮০ হাজার। ফলে মোট বেকারের সংখ্যা ২ শতাংশ কমেছে।

পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে মোট জনশক্তি ছিল ৭ কোটি ৩৭ লাখ, যা এক বছর আগের ৭ কোটি ৩৬ লাখ থেকে সামান্য বেশি। মূলত পুরুষ শ্রমশক্তি বৃদ্ধির কারণে এই প্রবৃদ্ধি।

এছাড়া মোট শ্রমশক্তির মধ্যে ৭ কোটি ১১ লাখের কর্মসংস্থান হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় সামান্য বেশি।

কিউএলএফএসের তথ্য বলছে, এ বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বেকার পুরুষের সংখ্যা বাড়লেও কর্মসংস্থান বেড়েছে, অন্যদিকে বেকার নারীর সংখ্যা কমলেও কর্মসংস্থান কমেছে।

Comments