স্বর্ণের দাম ভরিতে ১৭৫০ টাকা কমছে
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আগামীকাল থেকে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল থেকে এই দর কার্যকর হবে।
বাজুস স্বর্ণের দাম এক দশমিক ৫ শতাংশ কমিয়ে প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা করেছে। আজ পর্যন্ত প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১২ হাজার ৯০৭ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাজুস বলছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম কমেছে।
এর আগে, গত বছরের জুলাইয়ে বাংলাদেশে প্রথমবারের মতো স্বর্ণের দাম ভরিতে এক লাখ টাকা ছাড়িয়েছিল।
Comments