জিডিপির লক্ষ্যমাত্রা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক, বাড়িয়েছে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা

বাংলাদেশ ব্যাংক, ব্যাংকিংখাত, ব্যাংক, আইএমএফ,
স্টার অনলাইন গ্রাফিক্স

অর্থনীতিতে চলমান চ্যালেঞ্জ বিবেচনায় ২০২৩-২৪ অর্থবছরের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস (জিডিপি) ৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ৫ শতাংশ করা হয়েছে।

আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত মুদ্রানীতিতে বলা হয়েছে, মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে থাকায় মূল্যস্ফীতির পূর্বাভাস ৬ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ করা হলো।

অর্থবছরের প্রথমার্ধে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নীতিতে কঠোর অবস্থান নিয়েছিল, কিন্তু গত বছর মার্চ থেকে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে আছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ২০২৩-২৪ অর্থবছরের শেষে বাংলাদেশের অর্থনৈতিক পূর্বাভাস ইতিবাচক থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, 'বাংলাদেশ ব্যাংক, সরকার ও অন্যান্য অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টায় বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা, সুশাসন ও খেলাপি ঋণ ব্যবস্থাপনায় উন্নতি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।'

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৩-২৪ অর্থবছরের জন্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৬ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশে নামিয়ে আনার পর এ পরিবর্তন আনা হলো।

বিশ্ব ব্যাংকও চলতি অর্থবছরে প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৫ দশমিক ৬ শতাংশ করেছে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

3h ago