স্বর্ণের দাম আবারও লাখ টাকা ছাড়াল
স্বর্ণের দাম আবারও ভরিতে লাখ টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আরও এক দফা দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ায় আগামীকাল থেকে প্রতি ভরি স্বর্ণ এক লাখ টাকার বেশিতে কিনতে হবে।
আজ রোববার বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত জুয়েলারি ব্যবসায়ীদের আগামীকাল থেকে প্রতি ভরি স্বর্ণ ১ হাজার ১৬৬ টাকা বা ১ দশমিক ১৭ শতাংশ বাড়িয়ে ১ লাখ ৫৪৩ টাকায় বিক্রি করতে বলা হয়েছে।
স্থানীয় বাজারে খাটি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে চার দিন আগে ভরিতে ২ দশমিক ৪ শতাংশ দাম বাড়িয়েছিল বাজুস।
এক ভরি স্বর্ণ ১১ দশমিক ৬৬৪ গ্রামের সমান।
বাজুস জানিয়েছে, আজ দেশের বাজারে খাঁটি স্বর্ণের দাম আরও বেড়েছে।
এর আগে, গত মাসের শেষের দিকে বাজুস তিন দফা স্বর্ণের দাম কমায়। এতে প্রতি স্বর্ণের দাম এক লাখ টাকার নিচে নামে। কিন্তু, চলতি মাসের শুরু থেকে আবার স্বর্ণের দাম বাড়াতে শুরু করে বাজুস।
Comments