আবার বাড়ছে স্বর্ণের দাম
দেশের বাজারে তিন দফা দাম কমার পর আবার বাড়ছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে আগামীকাল থেকে স্বর্ণের দাম ২ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পাবে।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
আগামীকাল থেকে এই দাম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কাল থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হবে ৯৯ হাজার ৩৭৭ টাকা, যা আগের চেয়ে ২ হাজার ৩৩২ টাকা বেশি।
আজ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ ৯৭ হাজার ৪৪ টাকায় বিক্রি হয়েছে।
বাজুস অন্যান্য স্বর্ণের দামও বাড়িয়েছে, তবে ২২ ক্যারেটের রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
Comments