চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে: বিশ্বব্যাংকের পূর্বাভাস

World Bank logo

চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের অর্থবছরের তুলনায় ধীর গতিতে হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক জানিয়েছে, আগামী বছরের জুনে শেষ হওয়া ২০২৩-২৪ অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশে নেমে আসবে। যা আগের অর্থবছরে ছিল ৬ শতাংশ।

এর আগে, গত এপ্রিলে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ২ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক।

তবে, মূল্যস্ফীতি হ্রাস ও বাহ্যিক খাত ধীরে ধীরে স্বাভাবিক হলে আগামী অর্থবছরে (২০২৪-২৫) প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশে উন্নীত হতে পারে বলেও জানিয়েছে তারা।

বিশ্বব্যাংক সতর্ক করে দিয়ে বলেছে, বিদেশি খাতের স্থিতিশীলতা নির্ভর করে বিনিময় হারের অস্থিরতা দূর করা ও বিনিময় হারের সীমা তুলে নেওয়ার ওপর।

তারা আরও বলেছে, 'অভ্যন্তরীণ ও বৈশ্বিক পণ্যের দামের ওপর নির্ভর করে মূল্যস্ফীতি অব্যাহত থাকতে পারে।'

বিশ্বব্যাংক বলছে, ২০২৪ সালের জানুয়ারির শুরুতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে অর্থনৈতিকে অনিশ্চয়তার সম্ভাবনা আছে।

Comments

The Daily Star  | English

Students suffer as NCTB fails to deliver books

Only 37% of 40.15cr textbooks distributed till first half of Jan

12h ago