চট্টগ্রাম বন্দরে স্ট্র্যাডল ক্যারিয়ারের নিচে চাপা পড়ে সিআন্ডএফ এজেন্টের কর্মী নিহত

নিহত মিল্টন তালুকদারের পরিচয়পত্র। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে কনটেইনার স্থানান্তরের কাজে ব্যবহৃত স্ট্র্যাডল ক্যারিয়ারের নিচে চাপা পড়ে একটি সিঅ্যান্ডএফ এজেন্টের এক কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে বন্দরের ৫ নম্বর ইয়ার্ডের ১৩ নম্বর শেডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বন্দরের ৫ নম্বর ইয়ার্ডের ১৩ নম্বর শেডের কাছে এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

নিহত মিল্টন তালুকদার (৪৫) আরকিউ এজেন্সি লিমিটেডে জেটি সরকার হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সচিব মো. ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইয়ার্ডে হাঁটার সময় মিল্টন দুর্ঘটনাবশত স্ট্র্যাডল ক্যারিয়ারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

যোগাযোগ করা হলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা ডেইলি স্টারকে জানান, খবর পেয়ে থানা থেকে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

AL leaders' houses, businesses smashed

Demolition work on Dhanmondi-32 was on going till filing of this report at 1:30am

1h ago