বেতন-বোনাসের দাবিতে শ্রম ভবনের সামনে শ্রমিকদের বিক্ষোভ

তিন মাসের বকেয়া মজুরি, ঈদ বোনাসসহ অন্যান্য দাবিতে রাজধানীর শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার সকাল থেকে তারা এই বিক্ষোভ শুরু করেন।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানান, শ্রম ভবনের সামনে কয়েকশ পোশাক শ্রমিক অবস্থান নিয়েছেন। তাদের বেশিরভাগই নারী। অনেকেই হাতে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড বহন করছেন।

এসময় শ্রমিকদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে।
Comments