বেতন বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম ইপিজেডে ৩ কারখানায় শ্রমিক বিক্ষোভ

কারখানার গেট ও ইপিজেডের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে শ্রমিকরা। ছবি: স্টার

বেতন বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) তিন কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

আজ বুধবার দুপুরে এইচকেডি ইন্টারন্যাশনাল, এক্সেলসিয়র শুজ ও মেরিকো লিমিটেড কারখানার গেট এবং ইপিজেডের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু হয়।

ওই এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ইপিজেডের নির্বাহী পরিচালক মো. আব্দুস সোবহান দ্য ডেইলি স্টারকে বলেন, পরিস্থিতি সামলাতে মেরিমো লিমিটেড আগামী শনিবার পর্যন্ত তাদের কারখানা বন্ধ রেখেছে।

তিনি বলেন, 'মজুরি বোর্ড অনুযায়ী বেতন বৃদ্ধির জন্য গতকাল মঙ্গলবার থেকে ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। আমরা বিষয়টি নিয়ে কারখানার মালিক ও শ্রমিকদের সঙ্গে একটি বৈঠক করেছি।'

'মালিকরা প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা খুব শিগগির শ্রমিকদের দাবি পূরণ করবেন,' বলেন তিনি।

এক্সেলসিয়র শুজ লিমিটেডের কর্মী নাইমুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিয়ম অনুযায়ী শ্রমিকদের বেতন কমপক্ষে ৯ শতাংশ বৃদ্ধি পাওয়ার কথা। কিন্তু কারখানা মালিকরা এ নিয়ম মানে না।'

Comments

The Daily Star  | English

When students become guinea pigs

Shifting education policy belies thoughtless experiment

17m ago